মঙ্গলকোট ব্লকের সরকারি প্রকল্পের পরিদর্শন

0
82

শ্যামল রায়, মঙ্গলকোটঃ

মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক প্রকল্পের কাজের পরিদর্শন করেন পরিদর্শক দল। সংখ্যালঘু উন্নয়নে নিগম থেকে অর্থ বরাদ্দ হয়েছে সাড়ে চারকোটি টাকা।
রবিবার এই উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে এলাকায় গিয়েছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত দফতরের কর্মদক্ষ মুন্সি রেজাউল হক ও জনস্বাস্থ্য কর্মদক্ষ মেহেবুব চৌধুরী তৃণমূলের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীসহ অনেকে।
পূর্ত দফতরের কর্মদক্ষ মুন্সি রেজাউল হক জানালেন যে তাদের পঞ্চায়েত সমিতি এলাকায় ইতিমধ্যে জেলাপরিষদ থেকে তিনটি রাস্তার কাজ শুরু হয়েছে। রাস্তাগুলো তৈরি করতে অর্থ বরাদ্দ হয়েছে চল্লিশ লক্ষ টাকা। রাস্তা গুলি হল মালিকরা থেকে নবগ্রাম পিওর মোড় থেকে লাখুরিয়া ও সিনোট গ্রাম থেকে ঠেঙ্গাপাড়া পর্যন্ত তিনটি রাস্তার কাজ শুরু হয়েছে। এছাড়াও আরও জানা গিয়েছে যে মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি এলাকায় ৩৫৬ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে।

নিজস্ব চিত্র

এরমধ্যে ৩২৭ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব বিল্ডিং তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে।পঁয়ত্রিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্বভবন তৈরি করার জন্য আবেদনপত্র পাঠানো হয়েছে। আবেদনপত্র মঞ্জুর হলেই আর কোন বাকি থাকবেনা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব ভবন তৈরীর কাজ। বর্তমানে ষোলটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব ভবন তৈরির কাজ চলছে। এর জন্য সংখ্যালঘু উন্নয়ন নিগমের তরফ থেকে অর্থ বরাদ্দ হয়েছে এক কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা।এছাড়াও পঞ্চায়েত সমিতি এলাকায় ২৭ টি জুনিয়র উচ্চ বিদ্যালয় অতিরিক্ত শ্রেণিকক্ষ তৈরি কাজ চলছে। এর জন্য সংখ্যালঘু উন্নয়ন নিগম থেকে অর্থ বরাদ্দ হয়েছে ২ কোটি ৭০ লক্ষ টাকা। এইসব বিদ্যালয় চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নতির কারণে ছাত্র ছাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে এর ফলে অতিরিক্ত শ্রেণিকক্ষের দরকার ছিল তাই সরকার এই অর্থ বরাদ্দ করেছে বিদ্যালয় এর উন্নতিতে জানিয়েছেন উন্নয়ন কমিটির চেয়ারম্যান অপূর্ব চৌধুরী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here