পরীক্ষামূলক যাত্রা শুরু ভিস্তাডোম ট্রেনের

0
145

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

গতকাল বৃহস্পতিবার পরীক্ষা মূলক যাত্রা শুরু করল ভিস্তাডোম ট্রেন। উত্তরপূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শনিবার থেকে চালু হচ্ছে ভিস্তাডোম ট্রেন পরিষেবা অর্থাৎ আগামীকাল থেকে চালু হচ্ছে ভিস্তাডোম কোচে রেল পরিষেবা।

vistadome train
ছবি: সংগৃহীত

ভিস্তাডোম এক বিশেষ ধরনের ট্রেনের কোচ যার মধ্য থেকে বাহিরের দৃশ্য দেখা যায়। এক কথায় কাঁচের তৈরি ট্রেনের কামরা। যাত্রীরা রিভোলিং চেয়ারে বসে দৃশ্য দেখতে পাবে এই কোচে। নিউ জলপাইগুড়ি জংশন হইতে আলিপুরদুয়ারের মধ্যে চলবে এই ট্রেন। আইআরসিটিসি পাহাড়ি মনোরম পরিবেশে পর্যটকদের কথা চিন্তা ভাবনা করে এই পরিষেবা চালু করছে বলে জানানো হয়েছে।

vistadome train trial run
ছবি: সংগৃহীত

সপ্তাহে তিনদিন শুক্রবার শনিবার ও রবিবার নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করে গুলমা, সেবক চালসা, মাদারিহাট, হাসিমারা, কালচিনি হয়ে নিউ আলিপুরদুয়ার জংশন পর্যন্ত যাত্রা করবে।

আরও পড়ুনঃ এসএসকেএম থেকে ডাক্তার-নার্সদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, একই সঙ্গে পদোন্নতি-বাসস্থানও

যাত্রীরা ট্রেনের মধ্যে থেকে উত্তরে মনোরম পাহাড় ও জঙ্গলের দৃশ্য উপভোগ করতে অত্যাধুনিক চেয়ার ও কাঁচের তৈরি কোচের ভিতর থেকে রেল পর্যটকদের আকর্ষণের জন্য, টি টেস্টিং পয়েন্ট, সেলফি পয়েন্ট ও বিভিন্ন আকর্ষনের ব্যবস্থা করা হচ্ছে স্টেশন গুলোতে। আপাতত নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সকাল ৭:২০ ও দুপুর ১:০০ টায় রওনা দেবে এবং আলিপুরদুয়ার জংশন থেকে দুপুর ২:০০ ও সন্ধ্যা ৭:০০ টায় ছেড়ে ফিরে আসবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here