প্রধানমন্ত্রী মনোনীত সদস্য দুলাল চন্দ্র ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বিশ্বভারতীর

0
70

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আচার্য নরেন্দ্র মোদীর মনোনীত সদস্য দুলালচন্দ্র ঘোষকে বিশ্বভারতীর পরিচালন সমিতি (ইসি)-তে ক্ষমা চাওয়ার নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। পেনশনভোগীদের আন্দোলন সমর্থন করেন তিনি এবং কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই দুই ‘অপ্রাধে’ দুলাল বাবুকে ক্ষমা চাইতে বলা হয়েছে।

visva bharati | newsfront.co
ফাইল চিত্র

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নির্দেশে বিশ্বভারতীর প্রশাসনিক কর্তৃপক্ষ ইমেল করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দুলালবাবুকে। ইমেলে জানানো হয়েছে নিয়মবহির্ভূত কাজের জন্য পরবর্তী ইসি মিটিং-এ ক্ষমা চাইতে হবে দুলাল বাবুকে। উল্লেখ্য, সম্প্রতি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ তুলে চলতি মাসে ইসি মিটিং-এও যোগ দেননি তিনি।

আরও পড়ুনঃ দিল্লিতে খুলছে স্কুল-কলেজ-কোচিং, সেপ্টেম্বর থেকে শুরু নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন

আচার্য নরেন্দ্র মোদীর মনোনীত সদস্য দুলাল চন্দ্র ঘোষ জানিয়েছেন প্রশাসনিক কর্তৃপক্ষের ইমেল তিনি পেয়েছেন। এপ্রসঙ্গে দুলাল বাবু জানান, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে মুখ খোলায় তাঁর প্রতি এই আচরণ করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here