চারদিনের পৌষমেলা করার সিদ্ধান্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের

0
53

পিয়ালী দাস, বীরভূমঃ

অবশেষে চলতি বছর পৌষ মেলা না করার সিদ্ধান্ত থেকে সরে এল বিশ্বভারতী কর্তৃপক্ষ। খুশির খবর পর্যটকদের জন্য যথাসময়ে পৌষ মেলা হচ্ছে তবে গতবারের তুলনায় দু’দিন কম। পরিবেশ আদালতের নির্দেশে বিগত দু’বছর ৬ দিন করে পৌষ মেলা হয়েছিল কিন্তু এবার বিশ্বভারতী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ৬ দিনের বদলে মেলা হবে ৪ দিনে। কারণ মেলা চালাতে গিয়ে যে বিপুল পরিমাণে আর্থিক ব্যয় শান্তিনিকেতন ট্রাস্ট এর উপর আসে তার উপর আসে তাতে প্রায় ২০১৮ সালে ৬ দিন ধরে পৌষ মেলা চালাতে গিয়ে প্রায় ৭০ লক্ষ টাকা খরচ হয়েছে।

visva bharati | newsfront.co
সংবাদ চিত্র

বিশ্বভারতী সূত্রে খবর, আগত পৌষ মেলার ভবিষ্যৎ নিয়ে বিশ্বভারতী গ্রন্থনবিভাগে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কর্মসচিব এবং শান্তিনিকেতন ট্রাস্ট ও কর্মী পরিষদের সদস্যরা। বৈঠকে সিদ্ধান্ত হয় পৌষ মেলাতে স্টল করার আবেদনের সময় সিকিউরিটি মানি নেওয়া হবে নির্দিষ্ট সময়ে অর্থাৎ ৪ দিন পরেও যেসব স্টল উঠবে না তাদেরকে আর্থিক জরিমানা করা হবে। সেই জরিমানার টাকা সেই স্টল মালিকদের সিকিউরিটি টাকা থেকে কেটে নেওয়া হবে। যদি চার দিন মেলা শেষে মাঠ ছেড়ে স্টল মালিকরা চলে যায় তাহলে তাদেরকে বিশ্বভারতীকে দেওয়া সিকিউরিটি মানির পুরোটাই ফেরৎ দেওয়া হবে।

এবারের মেলার সমস্ত কার্যক্রম অনলাইনে হবে যেমন স্টল বুকিং হোস্টেল বুকিং সবকিছুই বাইরে থেকে যেসব পরিষেবা বিশ্বভারতী নেবে তার সবকিছুই নিয়মমাফিক টেন্ডার করে নেওয়া হবে। জমি বিতরণকে কেন্দ্র করে প্রত্যেকবার পৌষমেলায় যে দুর্নীতির অভিযোগ ওঠে সেই দুর্নীতি রুখতে এবার বিশ্বভারতী কর্তৃপক্ষ নিয়েছে কড়া পদক্ষেপ পৌষ মেলা সংক্রান্ত যাবতীয় অনলাইনে পদ্ধতি করার জন্য খড়গপুর আই আই টি বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রত্যেকদিন পৌষ মেলাতে আবর্জনা জমবে তা পরিষ্কার করতে বোলপুর পৌরসভাকে দায়িত্ব দেওয়া হবে। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী জানান, দুর্নীতিমুক্ত ও পরিবেশ বান্ধব পৌষ মেলা পর্যটকদের উপহার দিতে আমরা বদ্ধপরিকর।

আরও পড়ুনঃ জলঙ্গীতে মহিলা ফুটবল টুর্নামেন্ট ঘিরে উদ্দীপনা

পৌষ মেলার নিরাপত্তার জন্য রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় কোন বাহিনীর সাহায্য নেওয়ার কথা ও ইতিমধ্যে ভাবনার মধ্যে রয়েছে। বিশ্বভারতী জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, সমস্ত রকমের দুর্নীতি রুখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ সুষ্ঠু পৌষ মেলা পর্যটকদের পরিবেশন করাই আমাদের প্রধান এবং একমাত্র লক্ষ্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here