বহিষ্কৃত ছাত্রদের এখনো ক্লাসে না ফেরালেও অধ্যাপকের সাসপেনশন একমাস বাড়ালো বিশ্বভারতী

0
59

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আরও একমাস বাড়লো বিশ্বভারতীর অর্থনীতির অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যর সাসপেনশনের মেয়াদ।বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে।

Visva Bharati University
ছবি: সংগৃহীত

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বেনিয়ম ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছিলেন অধ্যাপক সুদীপ্ত চক্রবর্তী। এমনকি এই বিষয়ে বিশ্ববিদ্যালয়য়ের আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠিও লেখেন তিনি। এছাড়াও পাঠভবনের অধ্যক্ষের নিয়োগ দুর্নীতি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। তাতে নাকি অধ্যক্ষের মানহানি হয় এবং সেকারণেই সাসপেন্ড করা হয় অধ্যাপককে।

আরও পড়ুনঃ বকেয়া স্কুল ফি মেটানোর চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

সেই সাসপেনশনের মেয়াদ বাড়ল আরও একমাস। এমনকি, সম্প্রতি বিশ্বভারতীর পড়়ুয়াদের আন্দোলনেও শামিল হন অধ্যাপক ভট্টাচার্য, সে কারণেই সাসপেনশনের মেয়াদ আরও বাড়ল বলেই মনে করছেন অনেকে। তিন পড়ুয়াকে প্রথমে সাসপেনশন এবং পরে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে পড়ুয়াদের আন্দোলনে উপাচার্যের বাসভবন প্রতীচী ঘেরাও করে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। জল গড়ায় আদালত পর্যন্ত। উপাচার্যের বাসভবন ঘেরাও প্রত্যাহারের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে পড়ুয়াদের বহিষ্কারেও স্থগিতাদেশ দিয়ে তাদের ক্লাসে ফেরাতে নির্দেশ দেয় আদালত। যদিও সে ব্যাপারে এখনও কোন পদক্ষেপ করেনি বিশ্বভারতী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here