‘ অমিত শাহ গো ব্যাক ‘ স্লোগানে উত্তাল বিশ্বভারতী

0
102

পিয়ালী দাস, বীরভূমঃ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বোলপুর সফরের আগেই উত্তাল বিশ্বভারতী। অমিত শাহ গো ব্যাক গো ব্যাক স্লোগানে কল্লোলিত হল বিশ্বভারতী চত্বর।শুক্রবার সন্ধ্যায় বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী সংগঠন একটি পদযাত্রা বের করে। বিশ্বভারতীর ঐতিহ্যপূর্ণ কাঁচঘর থেকে পদযাত্রাটি শুরু হয় এবং শেষ হয় বিশ্ব ভারতীর কেন্দ্রীয় ভবনের বলাকা গেটের সামনে।

visva bharati students | newsfront.co
প্রতিবাদ মিছিল ৷ নিজস্ব চিত্র

মিছিল থেকে শ্লোগান ওঠে বিশ্বভারতীর ও বিজেপির দালাল বিদ্যুৎ চক্রবর্তী দূর হাটো। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে বিজেপির রাজনৈতিক আখড়া গড়ে তোলা যাবে না বলেও ছাত্র-ছাত্রীরা দাবি তোলে।বিশ্বভারতীর প্রাক্তনী মনীষা মুখোপাধ্যায় জানান, অমিত শাহ এমন একজন মানুষ যার হাতে খুনের রক্ত লেগে আছে, কবিগুরুর শান্তির আশ্রমে এই ধরণের মুখের বিরোধিতা করছি আমরা।

আরও পড়ুনঃ ক্ষুদিরামের বাংলায় অমিত শাহের ঠাঁই নাই- মেদিনীপুর জুড়ে পোস্টার ডিএসও’র

বিশ্বভারতীর ছাত্র ফাল্গুনী পান জানিয়েছেন,গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে ইতিহাস থেকে মুছে ফেলতে চাইছে ফ্যাসিস্ট অমিত শাহ। যেভাবে বিশ্বভারতী কে রাজনৈতিক আখড়ায় পরিণত করতে চাইছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, তাতেই আমরা শঙ্কিত ৷

আগামী দিনে গুরুদেবের সমস্ত স্মৃতি বিজড়িত জিনিস নষ্ট হয়ে যেতে পারে। বাংলা এবং বাঙালি এই দু’টোকেই গলা টিপে মেরে ফেলতে চাইছে অমিত শাহের মতো একনায়কতন্ত্রীরা।এই মিছিলের শেষে পোড়ানো হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here