আদালতের নির্দেশ মেনে মঞ্চ সরালেও বহিষ্কৃত ছাত্রদের ক্লাসে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত জানায়নি বিশ্বভারতী

0
42

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বুধবার কলকাতা হাইকোর্ট বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়ার বহিষ্কারে স্থগিতাদেশ দিয়ে বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেয় তাদের ক্লাসে ফেরানোর। পাশাপাশি উপাচার্যের বাসভবনের ৫০ মিটারের মধ্যে থেকে প্রতিবাদ মঞ্চ সরিয়ে নিতে নির্দেশ দেয় পড়ুয়াদের। বৃহস্পতিবার সেই অনুযায়ী মঞ্চ খুলে নেওয়ার কাজ শুরু করেন ছাত্ররা তবে বহিষ্কৃত পড়ুয়াদের ক্লাসে ফেরানোর বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Visva Bharati student protest
সৌজন্যেঃ পিটিআই

ইতিমধ্যেই আদালতের নির্দেশ মতো প্রক্টরের কাছে ই-মেল মারফত ক্লাস করার অনুমতি চেয়ে আবেদন করেছেন, কিন্তু এখনও কোনও উত্তর পাননি, এমনটাই জানিয়েছেন বহিষ্কৃত হওয়া ছাত্র সোমনাথ সৌ ও ফাল্গুনী পান।

আরও পড়ুনঃ রাজ্যসভায় মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে ভোটের দিন ঘোষণা করল কমিশন

বিক্ষোভরত ছাত্র সোমনাথ সৌ এদিন জানিয়েছেন যে, আদালতের নির্দেশ মেনেই আন্দোলন চালাবেন তাঁরা। এবং তাঁদের ক্লাসে অংশ নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় এখনো কিছু জানায়নি। তিনি বলেন, “আমরা দাবি করছি, এই শিক্ষাবর্ষে আমাদের যে ক্ষতি হয়েছে, তা পূরণ করুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বভারতীর আন্দোলনকারী অধ্যাপক সুদীপ্ত এদিন বলেন, আন্দোলন চলবে। তবে আদালতের নির্দেশ মেনে তাঁরা মঞ্চ খুলে নিচ্ছেন। এবং আগামী দিনে আন্দোলনের রূপরেখা পরবর্তী সময়ে জানানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here