বুধবার আদালতের নির্দেশের পর বহিষ্কৃত পড়ুয়াদের ক্লাসে ফেরাতে পদক্ষেপ বিশ্বভারতীর

0
50

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

কলকাতা হাইকোর্টের নির্দেশ অবমাননার অভিযোগ ওঠায় শেষমেশ বহিষ্কৃত তিন পড়ুয়াকে ক্লাসে ফেরাতে পদক্ষেপ বিশ্বভারতীর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Visva Bharati Student protest
ছবি সৌজন্যেঃ পিটিআই

গত ৮ সেপ্টেম্বর বুধবার তিন পড়ুয়ার বহিস্কারে স্থগিতাদেশ জারি করে তাদের ক্লাসে ফেরানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। সেই মত বৃহস্পতিবার প্রোক্টরের কাছে ইমেল মারফত পঠন-পাঠন শুরু করার আবেদন জানান ওই তিন জন। কিন্তু তার কোনও উত্তর মেলেনি বলে দাবি ছাত্র-ছাত্রীদের। অবশেষে শুক্রবার সন্ধ্যায় হাই কোর্টের নির্দেশ কার্যকর করতে বিদ্যাভবনের অধ্যক্ষকে চিঠি লেখেন বিশ্বভারতীর প্রোক্টর শঙ্কর মজুমদার।

আরও পড়ুনঃ বকেয়া স্কুল ফি মেটানোর চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

আদালতের নির্দেশ মেনে অবস্থান মঞ্চও খুলে নিয়েছিলেন ছাত্রছাত্রীরা কিন্তু তার পরেও স্বাভাবিক পঠন-পাঠনে ওই তিন পড়ুয়া ফিরতে পারেননি বলে জানা গিয়েছে। আপাতত করোনা পরিস্থিতির কারণে বিশ্বভারতীতে ক্লাস চলছে অনলাইনে। বহিষ্কারের পর ক্লাসের বিভিন্ন গ্রুপ থেকে বার করে দেওয়া হয়েছিল ওই তিন পড়ুয়াকে। এখন সেই গ্রুপগুলিতে তাঁদের ফের ‘অ্যাড’ করা হলেই তাঁরা ক্লাসে অংশ নিতে পারবেন। তবে আদালতের নির্দেশ কার্যকর করতে বিশ্বভারতীর এত সময় কেন লাগলো সে নিয়ে প্রশ্ন উঠছেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here