পিয়ালী দাস, বীরভূমঃ
বিশ্বভারতীর পৌষ মেলার মাঠে প্রাচীর বিতর্ক নিয়ে সোমবার বিশ্বভারতীর কেন্দ্রীয় পাঠাগারে বৈঠক করেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ বিশ্বভারতীর একাধিক আধিকারিক বৃন্দ। বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিশ্বভারতী জানায়, কেন তারা পৌষ মেলার মাঠ ঘেরার সিদ্ধান্ত নিয়েছে।
কারণ হিসাবে বেশ কিছু বক্তব্য বিশ্বভারতী পেশ করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিগত দিনে বিশ্বভারতীতে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেমন ছাত্রী খুন, নোবেল চুরি, এবং বিশ্বভারতীর জায়গা বেদখল হয়ে যাচ্ছে, মেলার মাঠে নানা ধরণের অসামাজিক কার্যকলাপ ঘটছে, তাই প্রয়োজন অনুসারে মেলার মাঠ কে ঘেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বভারতীর তরফে জানানো হয় বিশ্বভারতীর একাধিক মহিলা কর্মীকে কাজে আসতে বাধা দেওয়া হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে তাই আপাতত বিশ্বভারতীর কর্মীদের বাড়িতে বসেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ শুভেন্দু-সহ ৪ তৃণমূল নেতাকে মঙ্গলবারের মধ্যে সম্পত্তি তথ্য পেশের নির্দেশ ইডির
তবে বিশ্বভারতী যেমন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে রকমই আপাতত বন্ধ থাকছে৷ তবে বিশ্বভারতী তে ভর্তি প্রক্রিয়া ছাত্র-ছাত্রীদের অনলাইন পাঠদান সবকিছু আগের মতোই চলবে। স্নাতকোত্তরে পরীক্ষা কেন্দ্রের নির্দেশের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে , যেমনভাবে পরীক্ষার নির্দেশ আসবে সেভাবেই পরীক্ষা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584