বিশ্বভারতীতে ‘লুঙ্গি ডান্স’,’লেড়কি বিউটি ফুল’গানের তালে শিক্ষক দিবস উদযাপনের ভিডিও ভাইরাল

0
170

পিয়ালী দাস,বীরভূমঃ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্বপ্নের প্রতিষ্ঠান বিশ্বভারতী। যার খ্যাতি বিশ্বজোড়া। শিক্ষা সংস্কৃতিতে যাতে আন্তর্জাতিক স্তরে অন্যতম পীঠস্থান হয়ে উঠতে পারে এই প্রতিষ্ঠান,সেই স্বপ্ন নিয়েই তিল তিল করে বিশ্বভারতী গড়ে তুলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।এহেন বিশ্বভারতীর সংগীত ভবনেই হিন্দি গানের তালে কোমর দোলাতে দেখা গেল একাংশ অধ্যাপক অধ্যাপিকাকে।পা মেলালেন সংগীত ভবনের অধ্যক্ষও।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে আশ্রমজুড়ে। অধ্যাপক-অধ্যাপিকাদের এই নাচের দৃশ্যের ভিডিয়ো বিশ্বভারতীতে ভাইরাল হয়ে গেছে।শিক্ষক দিবস উদযাপনকে সামনে রেখে নিজেদের মধ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেন বিশ্বভারতীর সংগীত ভবনের পড়ুয়ারা। ভবনের মহড়ার মূল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে ঐতিহ্য উপেক্ষা করে বাজতে শুরু করে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত “চেন্নাই এক্সপ্রেস” ছবির হিন্দি গান “লুঙ্গি ডান্স”।পরে “লেড়কি বিউটিফুল”। উচ্চস্বরে বাজা সেই গানের তালে হাত কোমর দুলিয়ে সমানে নেচে চলেন ভবনের অধ্যক্ষ নিখিলেশ চৌধুরি,অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায় সহ একাংশ অধ্যাপক অধ্যাপিকা।ধুতি পাঞ্জাবি পড়ে অধ্যক্ষের নাচের ভিডিয়ো এখনও অনেকের মোবাইলেই। অধ্যাপকদের হাততালি দিয়ে সমানে উৎসাহ দিয়ে গেছেন পড়ুয়ারাও।

তালে তালে নাচে চলছে শিক্ষক দিবস উদযাপন।নিজস্ব চিত্র

সংগীত ভবনের এই মঞ্চেই গুরুদেবের সময় থেকে হয়ে আসছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।বসন্ত উৎসব, পঁচিশে বৈশাখ,বর্ষা মঙ্গলের মতো ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মহড়া হয়ে থাকে এই মঞ্চে।গুরুদেব সহ বহু গুণী শিল্পী,কিংবদন্তী মানুষজনের স্পর্শ রয়েছে এখানে।এহেন মঞ্চে অধ্যাপক-অধ্যাপিকাদের হিন্দি চটুল গানের সঙ্গে নাচ একেবারেই বেমানান বলে মনে করছেন রবীন্দ্র অনুরাগী থেকে শুরু করে আশ্রমিকরা।

আরও পড়ুনঃ ঐক্যবদ্ধভাবে শ্রমিক সংগঠনগুলিকে কাজ করার আবেদন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here