নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বিশ্বভারতীতে এবার স্নাতক ও স্নাতকোত্তরের শেষ সেমেস্টারের পরীক্ষা হবে অনলাইনে। শনিবার বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিশ্বভারতী সূত্রে খবর, এদিন বিকেল ৩ টে নাগাদ বাংলাদেশ ভবনের অধ্যক্ষ, বিভাগীয় প্রধানদের নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি নিয়ে বৈঠক করে। ইউজিসি ও সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী, স্নাতক ও স্নাতকোত্তরের শেষ সেমেস্টারের পরীক্ষা অনলাইন পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ করোনা আবহে আজ রাজ্যে নিট পরীক্ষায় বসছেন প্রায় ৭৭ হাজার
এক্ষেত্রে যেসব পরীক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা দিতে অসুবিধা হবে তাঁদের বিষয়ে কর্তৃপক্ষ পরবর্তীতে চিন্তাভাবনা করবে। এছাড়া নতুন পদ্ধতির এই পরীক্ষায় যদি কোনও সমস্যা হয় তা পরীক্ষার্থীদের সাহায্যে শীঘ্রই সমাধান করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584