সাসপেন্ড হওয়া অধ্যাপককে শোকজ করল বিশ্বভারতী, ৩ দিনের মধ্যে দিতে হবে জবাব

0
85

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

শোকজ করা হল বিশ্বভারতীর অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাসপেন্ড হওয়া অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে। একাধিক বার সেই সাসপেনশনের মেয়াদ বাড়ানো হয়েছে, এবার তাঁকে শোকজ করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুদীপ্তকে।

Sudipta Bhattacharya
অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। ছবি সৌজন্যেঃ দ্য ওয়্যার

গত ২৭ আগস্ট থেকে বিশ্বভারতীতে শুরু হয় ছাত্র আন্দোলন। সেই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন অধ্যাপক ভট্টাচার্য। সেখানে তিনি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে নানা মন্তব্য করেন বলে অভিযোগ। সেই অভিযোগের সূত্রেই এবার বিশ্বভারতী কর্তৃপক্ষ শোকজ করেছে তাঁকে।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বাসভবনে আয়কর হানা

ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে তিন বহিষ্কৃত পড়ুয়াকে ফিরিয়ে নেওয়ার পরে বিতর্কে ইতি টানার পরিবর্তে অধ্যাপক ভট্টাচার্যকে শোকজ করা হল কেন সে বিষয়টি এখনো স্পষ্ট নয় কারুর কাছেই। সাসপেনশন এবং শোকজ প্রসঙ্গে সুদীপ্ত ভট্টাচার্য জানিয়েছেন যে, শুধু তিনি একা নন; এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল বিশ্বভারতীয় অধ্যাপক সংগঠন ভিবিইউএফএ। পরবর্তীতে এই বিষয়ে তিনি আইনি লড়াইতে যাবেন বলেই জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here