মেলার মাঠকে কংক্রিটের দেওয়ালে ঘিরতে চায় বিশ্বভারতী কর্তৃপক্ষ, প্রতিবাদ

0
53

পিয়ালী দাস, বীরভূমঃ

মেলার মাঠকে ঘিরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে ঘিরে বিশ্বভারতী জুড়ে শুরু হয়েছে ক্ষোভ। ইতিমধ্যে ব্যবসায়ী সমিতি, অধ্যাপক সভা, ছাত্র-ছাত্রীরা, প্রত্যেকেই পথে নেমেছে প্রতিবাদ করতে।

Protest Rally | newsfront.co
প্রতিবাদ। নিজস্ব চিত্র

গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর উন্মুক্ত খোলা আকাশের নিচে শৈশব থেকে যৌবনে পা দেবে বিদ্যার্থীরা এমন স্বপ্ন নিয়ে সৃষ্টি করেছিলেন বিশ্বভারতীর। কিন্তু বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী গুরুদেবের সেই স্বপ্নকে কার্যত পদদলিত করে বিশ্বভারতীর ঐতিহ্যপূর্ণ মেলার মাঠকে কংক্রিটের উঁচু প্রাচীর দিয়ে ঘিরে দিতে চাইছে। উপাচার্যের এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে পথে নেমেছে সর্বস্তরের মানুষ।

আরও পড়ুনঃ নবান্ন-রাজভবনে যুদ্ধবিরতি! রাজভবনে ধনকড়-মমতা বৈঠকে নতুন জল্পনা

শনিবার বিকেলে মেলার মাঠে জমায়েত হয়েছে বেশ কয়েক হাজার সাধারণ মানুষ। উপাচার্যের এই খামখেয়ালিপনার তীব্র প্রতিবাদ করতে। এদিন সকালে স্থানীয় ঠিকাদার প্রাচীর তোলার কাজ শুরু করতে গেলে ব্যবসায়ী সমিতি থেকে বাধা দেওয়া হয় এবং বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের সামনে কার্যত অসহায় হয়ে প্রাচীর তোলার কাজ বন্ধ রেখে পালিয়ে যায় ঐ ঠিকাদার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here