শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
দিনহাটায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় সন্দেহজনক কিছুই পেল না কমিশন। মৃত বিজেপি কর্মী আত্মঘাতী হয়েছেন বলেই রিপোর্ট দিলেন নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। অমিত সরকার নামে দলের দিনহাটা শহর মণ্ডল সভাপতিকে তৃণমূল খুন করে ঝুলিয়ে দিয়েছে বলে দাবি করে বিজেপি।
গত বুধবার সকালে দিনহাটা শহরের পশু চিকিৎসালয়ের সামনের ছাউনি থেকে বিজেপির মন্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর স্থানীয় বিজেপি সাংসদ নীশিথ প্রামাণিক দাবি করেন, অমিতবাবুকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে বাধা দেন বিজেপি কর্মীরা।
ঘটনা নিয়ে জটিলতা বাড়তে তৎপর হয় কমিশন।
বিজেপি নেতার মৃত্যু রহস্য জানতে সাধারণ পর্যবেক্ষক অজয় নায়েক ও পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্তে সশরীরে দিনহাটায় হাজির হন ২ আধিকারিক। কথা বলেন মৃতের পরিবার ও ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে।
আরও পড়ুনঃ মোদির সফর শেষ হলেও হিংসা অব্যাহত, অগ্নিগর্ভ বাংলাদেশ
জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন অমিতবাবু। ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছিলেন তিনি। ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, ফাঁস লেগে আত্মহত্যার চিহ্ন ছাড়া দেহে আর কোনও আঘাতের চিহ্ন পাননি তিনি। এরপরই সোমবার এটি আত্মহত্যার ঘটনা বলে কমিশনকে রিপোর্ট দেন বিবেক দুবে।
তথাপি কমিশনের রিপোর্ট মানতে নারাজ বিজেপি। তাদের দাবি, মৃত নেতার পরিবারের লোক নির্ভয়ে কমিশনের সঙ্গে কথা বলতে পারেননি। খুনের অভিযোগেই অনড় রয়েছেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584