সুদীপ পাল,বর্ধমানঃ
ভোট প্রচারে সেনাকে ব্যবহারের নিয়ে যখন সারা দেশে সমালোচিত বিজেপি।এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও বিভিন্ন নির্বাচনী সভা থেকে ভোট প্রচারে সেনার কৃতিত্ব ব্যবহারের বিরোধিতা করে জ্বালাময়ী শব্দবন্ধে তোপ দেগেছেন বিজেপিকে,ঠিক তখনই তাঁরই দলের ভোট প্রচারের দেওয়াল লিখনে স্বামী বিবেকানন্দের ছবি।
আসানসোলের জামুড়িয়ার ইকড়া আমবাগান এলাকায় গিয়ে দেখা গেল,জোড়া ফুল ছবির পাশেই তিনি।নিচে লেখা এই চিহ্নে ভোট দিন।
এই দেওয়াল লিখন নিয়ে শুরু হয়েছে বিতর্ক।২৯ এপ্রিল আসানসোলে লোকসভা নির্বাচন।দেওয়াল লিখনের কাজ প্রায় শেষ।প্রার্থীরা প্রচার করছেন জোরকদমে।কিন্তু কোন একটি রাজনৈতিক দলের দেওয়াল লিখনে এইভাবে মনীষীদের ছবি ব্যবহার উচিত কিনা সে নিয়ে বিতর্ক উঠেছে মানুষের মধ্যে।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে বাম প্রার্থী সেলিমের সমর্থনে ভোট প্রচার
বিরোধী দলের নেতারা বলছেন,ভোট বাজারে এভাবে মনীষীদের ছবি ব্যবহার করা উচিত নয়।মনীষীরা সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক ক্ষুদ্র সীমানায় তাঁদের এভাবে বেঁধে ফেলা ঠিক নয়।শুধু বিবেকানন্দ নয় বিরোধীদের অভিযোগ,মুনমুন সেন তৃণমূলের প্রার্থী হলেও তাঁর মা সুচিত্রা সেন অরাজনৈতিক ব্যক্তিত্ব।তবুও তাঁর ছবি প্রার্থীর পোস্টারে, ফেস্টুনে ব্যবহার করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584