ভিভোই থাকতে চলেছে আইপিএলের টাইটেল স্পনসর

0
86

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ফেব্রুয়ারীতে নিলাম আর এপ্রিল মাসে চোদ্দোতম আইপিএল। সব ফ্র্যাঞ্চাইজিই তাদের ক্রিকেটার ধরে রাখা এবং ছাড়ার তালিকা প্রকাশ করে দিয়েছে। কিন্তু সমস্যা এখনও রয়েছে সেটা বিসিসিআইয়ের। আইপিএলের টাইটেল স্পনসর কে হবে, তা এখনও ঠিক হয়নি।

VIVO IPL Sponsor | newsfront.co

গত বছর ভারত-চিন সংঘর্ষের পরেই চিনা পণ্য বর্জন নিয়ে দেশজুড়ে বিরোধিতা হয়েছিল। চাপের মুখে পড়ে চিনা মোবাইল কোম্পানি ভিভো আইপিএল থেকে সরে দাঁড়ায়। টাইটেল স্পনসর হয় মোবাইল অ্যাপ ড্রিম ইলেভেন।

আরও পড়ুনঃ ১৮ ফেব্রুয়ারী চেন্নাইয়ে আইপিএলের নিলাম

যদিও বোর্ড জানায় যে এক মরসুমের জন্যই তারা ড্রিম ইলেভেনকে আনছে। ফলে ২০২১ মরসুমে ফিরে আসবে ভিভোই। চুক্তিমতোই ভিভোর ফিরে আসার রাস্তা খোলা রাখছে বিসিসিআই। শুধু তাই নয়, চুক্তি অনুযায়ী যতদিন তাদের রাখার কথা, ততদিন থাকতে পারে তারা।

আরও পড়ুনঃ দক্ষিণ আফ্রিকা সিরিজে অস্ট্রেলিয়া অধিনায়ক পেইন-ই

গত বছর টাইটেল স্পনসরশিপের জন্য ২২২ কোটি টাকা দিয়েছিল ড্রিম ইলেভেন। ভিভোর দেওয়ার কথা ছিল ৪৪০ কোটি টাকা। এ বছরও ড্রিম ইলেভেনকে প্রস্তাব দেওয়া হয়েছিল টাকার অঙ্ক বাড়িয়ে স্পনসর থেকে যাওয়ার। কিন্তু তারা রাজি হয়নি। ফলে ড্রিম ইলেভেনকে রাখতে আগ্রহী নয় বোর্ড। আর ভারত-চিন যুদ্ধর বাতাবরণও নেই তাই এই সুযোগে ভিভোকে রেখেই বেশি লাভবান হতে চাইছে সৌরভের বোর্ড।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here