নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
২০৩৬ পর্যন্ত থাকতে পারবেন ক্ষমতায়, নিজের স্বপক্ষে আইন পাস করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।পুরোনো আইন অনুযায়ী পরপর দুবার রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় থাকার পর ২০২৪ সালে রাষ্ট্রপতি পদ ছাড়তে হত তাঁকে।
অবশেষে রাশিয়ার রাষ্ট্রপতির পদে থাকার সময়কাল বাড়াতে নতুন আইন পাস করলেন তিনি। রাশিয়ার আগের সংবিধান অনুযায়ী, টানা দুবার রাষ্ট্রপতি পদে থাকার পর তাঁকে ক্ষমতা ছাড়তেই হতো। এখন ভ্লাদিমির পুতিনের বয়স ৬৮, নতুন আইন অনুযায়ী ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন তিনি।
আরও পড়ুনঃ এনভি রামান্নাকে দেশের ৪৮তম প্রধান বিচারপতি নিয়োগে সিলমোহর রাষ্ট্রপতির
যদি থাকেন তখন তাঁর বয়স হবে ৮৩; নতুন পাস হওয়া বিলের একটি প্রতিলিপি রাশিয়ার সরকারি পোর্টালে আপলোড করেও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন যদি পুননির্বাচিত হন এবং ২০২৪ সালে তাঁর পুর্ণ সময় পর্যন্ত ক্ষমতায় থাকেন তবে তিনি সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার রেকর্ডে ছাড়িয়ে যাবেন জোসেফ স্তালিন-কে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584