জুটি বাঁধলো ভোডাফোন ও আইডিয়া, নাম হল Vi

0
72

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

তিন বছর আগে জুটি বাঁধার সিদ্ধান্ত নিয়েছিল ভোডাফোন ও আইডিয়া। কিন্তু মেলেনি আশানুরূপ সাড়া। ক্রমশই কমছে গ্রাহক, জিও-র ঠেলায় কোণঠাসা এই সংস্থা। এবার নিজেদের রিব্র্যান্ড করার সিদ্ধান্ত ভোডাফোন-আইডিয়ার। নয়া ব্র্যান্ডের নাম হবে Vi (উচ্চারণ ‘উই’)।

VI | newsfront.co
সংবাদ চিত্র

একটা সময় ভারতের বাজারে দাপট দেখিয়েছে ভোডাফোন। পরে জনপ্রিয় হয়ে উঠেছিল আইডিয়াও (!dea)। কিন্তু জিও বাজারে আসার পর থেকেই দুই সংস্থা বাজার হারাতে শুরু করে। অবশেষে দুই সংস্থা একে অপরের হাত ধরার ভাবনা চিন্তা করে। কিন্তু তাতেও বিশেষ কিছু লাভ হয়নি এতদিন।

ক্রমশ ধুঁকতে থাকা এই সংস্থা এবার ২৫ হাজার কোটি টাকা বাজার থেকে ওঠানোর পরিকল্পনা করেছে। এজিআরের দায় বাবদ ৫০ হাজার কোটি টাকা চোকাতে হবে সংস্থাকে। যদিও সুপ্রিম কোর্ট এই টাকা দেওয়ার জন্য দশ বছরের সময় দিয়েছে।

আরও পড়ুনঃ দেশে সফল হাইপারসনিক পরীক্ষা, অভিনন্দন জানিয়ে টুইট রাজনাথ সিং-এর

এ নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করেছেন ভোডাফোন আইডিয়া’র সিইও রবিন্দর টক্কর। তিনি জানিয়েছেন, “দু’বছরেরও কম সময়ের মধ্যে বিশ্বের বৃহত্তম এই সংযুক্তিকরণ সম্ভব হয়েছে। দেশের এক নম্বর মোবাইল পরিষেবা সংস্থা হবে এই V!।”

আরও পড়ুনঃ নির্বাচনের দাবিতে বিক্ষোভ হংকং-এ

এদিন সংস্থার তরফে নতুন প্ল্যানেরও ঘোষণা করা হয়। নয়া সংস্থার নয়া প্ল্যান অনেকেরই মন কেড়েছে। যা দেখে ওয়াকিবহাল মহলের ধারণা, জিওকে এবার কড়া প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে। এই আনুষ্ঠানিক ঘোষণার আগে ভোডাফোন আইডিয়ার সিইও রবীন্দ্র টক্কর জানান যে, মার্চ ২০২২-এ ফের সরকারকে মোটা টাকা জমা দিতে হবে। তার আগে শুল্ক বৃদ্ধি করার কথা ভাবা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here