আন্তর্জাতিক আদালতে ভোডাফোনের কাছে পরাস্ত ভারত সরকার

0
130

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কুড়ি হাজার কোটি টাকা রেট্রোস্পেক্টিভ ট্যাক্সের মামলায় ভোডাফোন জিতে গেল ভারত সরকারের বিরুদ্ধে।২০০৭ সালে ভারতে হাচিসন কোম্পানির মোবাইল নেটওয়ার্ক কেনে ভোডাফোন। ভারত সরকার দাবি করে, ওই নেটওয়ার্ক কেনার জন্য ভোডাফোনকে দিতে হবে কর।

Vodafone | newsfront.co
ছবিঃ রয়টার্স

ভোডাফোন তা অস্বীকার করলে, সরকার ভোডাফোনের থেকে ৭৯০০ কোটি টাকা জরিমানা দাবি করে। তার ওপরে করের সুদ বাবদ দাবি করা হয় ১২ হাজার কোটি টাকা। ভোডাফোন তখন ভারত সরকারের বিরুদ্ধে হেগ শহরে ইন্টারন্যাশনাল আরবিট্রেশন ট্রাইব্যুনালে মামলা করে। শুক্রবার সেই ট্রাইব্যুনালের রায়ে জয় হয়েছে ভোডাফোনের।

আরও পড়ুনঃ বিয়ে করলেই এবার লক্ষাধিক টাকা পুরস্কার!

ট্রাইব্যুনাল রায় দিয়েছে, ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে বিনিয়োগ নিয়ে যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল, সেই অনুযায়ী ভারত সরকার ভোডাফোনের থেকে কর আদায় করতে পারে না। ট্রাইব্যুনাল স্পষ্ট বলেছে, সরকার যেন আর ভোডাফোনের থেকে বকেয়া কর না চায়। বরং আইনি লড়াই চালাতে ভোডাফোনের যে খরচ হয়েছে, সেই বাবদ সরকার ভোডাফোনকে মিটিয়ে দিক ৪০ কোটি টাকা।

আরও পড়ুনঃ রাষ্ট্রসঙ্ঘের কর্মচারীদের বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার প্রস্তুতি রাশিয়ার

ভোডাফোন এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রক, কেউই এই রায় নিয়ে মন্তব্য করেনি। ২০১২ সালে সুপ্রিম কোর্ট ভোডাফোনের পক্ষে রায় দিয়েছিল। সেই বছরের শেষেই সরকার কয়েকটি বিধি পরিবর্তন করে এবং তারপরেই সরকার ভোডাফোনের থেকে কর আদায়ের চেষ্টা করে। ২০১৪ সালের এপ্রিলে ভোডাফোন সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যায়।

ভারত এখন বিভিন্ন কোম্পানির সঙ্গে এক ডজনের বেশি আন্তর্জাতিক মামলায় জড়িয়ে আছে। মামলাকারীদের অন্যতম হল কায়রন এনার্জি। অভিযোগ, সরকার তাদের সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছে। এই মামলায় যদি সরকার হেরে যায়, তাকে কয়েক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হতে পারে।

আরও পড়ুনঃ বলিউড অভিনেত্রীদের হোয়াটস অ্যাপ চ্যাট ফাঁস, কতটা সুরক্ষিত হোয়াটস অ্যাপ?

চলতি মাসে সুপ্রিম কোর্টের রায়ে ঋণগ্রস্ত মোবাইল কোম্পানিগুলি কিছু সুবিধা পায়। শীর্ষ আদালত বলেছিল, কয়েক হাজার কোটি টাকা কর দেওয়ার জন্য কোম্পানিগুলি ১০ বছর সময় পাবে।

ভারতে টেলিকম প্রোভাইডার সংস্থাগুলি এয়ার ওয়েভ ব্যবহারের জন্য তাদের অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এডিআর)-এর তিন থেকে পাঁচ শতাংশ দেয় টেলিকম দফতরকে। লাইসেন্স ফি বাবদ দিতে হয় এডিআরের আট শতাংশ। এডিআরের সংজ্ঞা নিয়ে দীর্ঘদিন ধরে নানা বিতর্ক চলছিলো, গত বছর শেষ পর্যন্ত সরকারের দেওয়া সংজ্ঞাই মেনে নেয় সর্বোচ্চ আদালত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here