নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
আবারও ব্লক প্রশাসন ও স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার এক মানবিক চিত্র উঠে এল আমাদের ক্যামেরায় ৷ পূর্ব মেদিনীপুর জেলার বোরডাঙ্গী গ্রামের এক বৃদ্ধ দম্পতি দীর্ঘদিন ধরে ওই গ্রামে বসবাস করেন ৷ কিন্তু মাথা গোঁজার জন্য নিজস্ব কোন জায়গা নেই ,পাশাপাশি প্রায় সর্বহারা হয়ে পড়েছেন তাঁরা ৷
অবশেষে ব্লক প্রশাসন ও রাইন অমর সেবা সংঘ নামের স্বেচ্ছাসেবী সংস্থা ওই অসহায় দম্পতির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ৷ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মাথা গোঁজার জন্য অস্থায়ী ভাবে একটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া হল ৷ পাশাপাশি ব্লক প্রশাসনের তরফ থেকে ওই দম্পতির জন্য বার্ধক্য ভাতার ব্যবস্থা করে দেওয়া হল ৷
আরও পড়ুনঃ কংগ্রেসের ডেপুটেশন
আর এই মানবিকতার নিদর্শন দেখে যথেষ্ট খুশি হয়েছে স্থানীয় বাসিন্দারা৷ কারণ দীর্ঘদিন ধরে ওই বোরডাঙ্গী গ্রামে বসবাস করার কারণে গ্রামবাসীদের মনে মায়ার বাঁধনে জড়িয়ে গিয়েছিলেন ওই বৃদ্ধ দম্পতি ৷ তাই প্রশাসন ও সমাজসেবী সংগঠনের সহযোগিতায় অত্যন্ত খুশি হয়েছে গ্রামবাসীরা।
এ বিষয়ে কোলাঘাট ব্লকের বিডিও মদন মন্ডল বলেন ,”আমরা অসহায় ওই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়াতে পেরে অত্যন্ত খুশি হয়েছি, আমরা সব সময় ওনাদের পাশে থাকব যা কিছু অসুবিধা হয় আমরা নজর দারি করব ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584