নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বাড়ি থেকে ছেলে বের করে দেওয়ায় রেল স্টেশনের পাশে রাস্তার পাশে বেড়ার কুঁড়েঘরে থাকেন বৃদ্ধা। স্থানীয়দের কাছে চেয়ে-চিন্তে খাবার খেয়েই দিন কাটাতেন। এমনই এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়াল মালদহের রতুয়ার সাথী ফাউন্ডেশন। বৃদ্ধার খবর পেয়েই রবিবার সেখানে যান সাথী ফাউন্ডেশনের কর্ণধার মহম্মদ সাহিদ আখতার।
তার সঙ্গে ছিলেন সৌরভ কুমার ঘোষ, তুহিন রাজা, কৃষ্ণ প্রামাণিক, নুর ইসলাম প্রমুখ । বৃদ্ধার হাতে ৩ মাস চলার মতন পরিমাণ করে চাল, ডাল, মুড়ি, লবণ, তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন তারা। আচমকা এভাবে ওই যুবকরা পাশে দাঁড়ানোয় খুশিতে উৎফুল্ল বৃদ্ধা জ্যোৎস্না সরকার। ‘সাথী ফাউন্ডেশনে’র পক্ষ থেকে জানা গিয়েছে, বছর সত্তরের বৃদ্ধা জ্যোৎস্নার স্বামী কয়েক বছর আগে মারা গিয়েছেন।
আরও পড়ুনঃ মথুরাপুরে আমপান দুর্গতদের দ্বারা ঘেরাও প্রশাসনের প্রতিনিধি দল
ছেলের কাছেই তিনি থাকতেন। কিন্তু ছেলে তাঁকে খাওয়াতে পারবেন না বলে বাড়ি থেকে বের করে দেয়। তারা ছেলের সঙ্গে যোগাযোগ করলেও মাকে বাড়িতে ফেরাতে রাজি হননি বলে অভিযোগ। বৃদ্ধা এরপর সামসি স্টেশনের অদূরে রাস্তার পাশে ভাঙাচোরা বেড়ার ঘরে থাকছেন। খাবারের কষ্টও রয়েছে। এরপর বৃদ্ধার দুরবস্থার কথা জানতে পারেন সাহিদ নামে ওই সংস্থার এক সদস্য।
বৃদ্ধাকে সাহায্য করতে পেরে খুশি সাহিদ ও তার সঙ্গীরাও। সাহিদ এদিন বলেন, ‘ওই বৃদ্ধা যতদিন বেঁচে থাকবেন আমরা তার দেখাশোনা ও খাবারের দায়িত্ব বহন করব। আমরা বন্ধুরা মিলে এভাবেই দুঃস্থ মানুষদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584