নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
সমস্যায় থাকা একটি পরিবারে পাশে দাঁড়াতে এগিয়ে এলো আলো ট্রাস্ট। গতবছর যেভাবে কোভিড আক্রান্ত অসহায় মানুষ এবং আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল তেমনিভাবে এবারেও কোভিড আক্রান্ত মানুষের পাশাপাশি ইয়াস বিধ্বস্ত সুন্দরবনবাসীর পাশে ত্রাণ সামগ্রী নিয়ে ইতিমধ্যেই দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা আলো ট্রাস্ট।
পাশাপাশি শীঘ্রই সুন্দরবনের বিভিন্ন জায়গায় আবারও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান সংস্থার চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা। পাশাপাশি সংগঠনের তরফে নিজেদের সাধ্যমতো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইয়াস বিধ্বস্ত অসহায় মানুষ এবং কোভিড আক্রান্ত মানুষকে প্রয়োজনীয় সাহায্য বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।
আরও পড়ুনঃ ইয়াসে ক্ষতিপূরণের দাবিতে কুলতলি ব্লকে ডেপুটেশন এপিডিআরের
মুর্শিদাবাদ জেলার ভরতপুর -১ নং ব্লকের তালগ্রাম গ্রাম-পঞ্চায়েতের অধীন গয়সাবাদ গ্রামের বাসিন্দা বাসুদেব দাসের বসত বাড়িটি ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে করোনা আবহে লকডাউনের ফলে সমস্যায় রয়েছেন এই পরিবারটি। সমস্ত ঘটনা জানতে পেরে আলো ট্রাস্টের পক্ষ থেকে চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা উদ্যোগ নিয়ে সংস্থার মুর্শিদাবাদ জেলা শাখার কো-অর্ডিনেটর তথা জেলা সভাপতি চন্দন দাস মারফত কিছু খাদ্যদ্রব্য ও অন্যান্য জিনিসপত্র পৌঁছে দেন ওই পরিবারটিতে। পরিবারটির হাতে ত্রিপলসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীও তুলে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584