নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরেরঃ
অসহায় সারা হেড়ের দুর্দশা ঘোচাতে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল ইন্দিরা আবাস যোজনার ঘর।কিন্তু ওই ঘর দখল করে রেখেছেন ছেলে কেলমেট হেড়ে ও তার পরিবার।

একেই ছেলেরা দেখে না,তার উপর ঘর দখল।ফলে ভাঙা টিনের ঘরেই অনাহারে থাকতে বাধ্য হচ্ছেন সারা ও তার অপুস্টিতে ভোগা মেয়ে তাসিয়া।

এদিন সংবাদমাধ্যমে খবর পেয়ে জলপাইগুড়ি থেকে আসা একটি স্বেচ্ছাসেবী সংস্থা এসে হেরে পরিবারের পাশে দাঁড়ায়।এদিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনের জেরে অর্ধাহারে অনাহারে থাকা হেরে পরিবারের পাশে দাঁড়ালো গ্রীন ভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গ্যানাইজেশন এর সদস্যরা।
আরও পড়ুনঃ বেলদায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন

এদিন বালুরঘাট শহর লাগোয়া চকভৃগু গ্রাম পঞ্চায়েতের কুয়ারন সংসদের ধিচুপাড়া এলাকার বাসিন্দা অবিবাহিত তাসিয়া হেড়ে (৩৫) বিধবা মা সারা হেরের (৬২) সঙ্গে দেখা করেন গ্রীন ভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গ্যানাইজেশন এর সভাপতি শ্রী প্রশান্ত সরকার ,সম্পাদক পাপ্পু শীল।
এছাড়াও অতীন্দ্রা কুমার শীল,দ্বীপ দাস ও সুরাজ দাস জলপাইগুড়ি থেকে এসেছিলেন।সারা মাসের চাল,ডাল,খাদ্য সামগ্রী,বস্ত্র ও নগদ কিছু টাকা হাতে তুলে দেন। এছারাও অপুস্টিতে ভোগা মা ও মেয়ের চিকিৎসা ব্যবস্থা করারও উদ্যোগ নেন ওই স্বেচ্ছাসেবী সংস্থা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584