স্থায়ীকরণের দাবিতে গড়বেতায় বিক্ষোভ স্বেচ্ছা সেবকদের

0
85

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

protesting | newsfront.co
নিজস্ব চিত্র

পরিবারের কথা চিন্তা না করে করোনা মহামারীর সময় রাজ্য সরকারের নির্দেশে বিভিন্ন থানা থেকে স্বেচ্ছা সেবক নিয়োগ করা হয়েছিল। কার্যত সংগ্রাম করেছিল এইসব স্বেচ্ছা সেবকরা। কিন্তু গত দুদিন আগে হঠাৎই প্রায় ৫০০ স্বেচ্ছা সেবককে বসিয়ে দেওয়া হয়েছে। আর তারপরই মূলত স্থায়ীকরণের দাবিতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখায় ওই সব স্বেচ্ছাসেবকরা।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে বিজেপি যুব মোর্চার বাইক র‌্যালি আটকালো পুলিশ

people | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দাঁতনে লাইনচ্যুত মালগাড়ির ইঞ্জিন, ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় দুর্ভোগ যাত্রীদের

তাদের দাবি তারা গত ৮ মাস ধরে মহামারী সময় রাজ্য সরকারের হয়ে কাজ করেছেন, তা সত্ত্বেও আজ তাদের বসিয়ে দেয়া হল। যেহেতু স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন তাই তারা টাকা পয়সার কোন দাবি না করলেও তারা তাদের কাজের স্থায়ীকরণের দাবি জানিয়েছেন।

আর এই দাবিকে সামনে রেখেই আজ বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হয় বিডিও অফিসে। বিডিও সোফিয়া আব্বাস জানান যেহেতু তিনি অ্যাপয়েন্টমেন্ট অথরিটি নন তাই তার ক্ষেত্রে কিছু বলা সম্ভব নয়। যিনি বা যারা অ্যাপোয়েন্টমেন্ট অথরিটি ছিলেন তাদের তাদের কাছে বিষয়টি তুলে ধরতে বলেছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here