নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ভারত বাংলাদেশ সীমান্তে পাহারারত ৪৪ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফ জওয়ানদের নিয়ে মালদহ জেলার হবিবপুর ব্লকের শিরশী ক্যাম্পে রাখি বন্ধন উৎসব পালন করলো টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। সোমবার পবিত্র রাখি উৎসবে প্রত্যেক বোন তাদের ভাই বা দাদাদের হাতে রাখি পরিয়ে রাখি উৎসব সুন্দরভাবে পালন করছে।
কিন্তু সীমান্তে পাহারারত জওয়ানরা রাখি উৎসবে নিজেদের বোন বা দিদিদের মুখটাও দেখতে পাচ্ছেনা। ওরা দেশের জন্য পাহারা দিয়ে চলেছেন সারা বছর ধরেই। ওরা দেশকে সুরক্ষা দিতে গিয়ে নিজের পরিবারের কথা ভুলে গিয়েছেন।
আরও পড়ুনঃ কুমারটুলি মৃৎশিল্পীদের রাখি পরালেন রূপান্তরকামীরা
তাই সীমান্তে পাহারারত জওয়ানদের নিয়ে রাখি উৎসব পালন করলো টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। শঙ্খ,উলুধ্বনি দিয়ে কলা, সিঁদুর,চন্দন, ধান, দূর্বা, সহযোগে জওয়ানদের রীতিমতো পুজো করার পর প্রত্যেক জওয়ানদের মিষ্টি মুখ করানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584