নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
পরিবেশ বাঁচাতে এগিয়ে এল এক স্বেচ্ছাসেবী সংগঠন। ক্ষতিকারক পার্থেনিয়াম গাছ কাটার উদ্যোগ নিল ‘পরিবেশ যোদ্ধা’ নামে একটি সংগঠন।
করোনা ভাইরাসের জেরে স্তব্ধ গোটা বিশ্ব, বিপন্ন মানবজাতি। অপরদিকে মানুষের জীবন অতিষ্ট করে তুলেছে পরিচিত আগাছা ‘পার্থেনিয়াম’। জন জীবন বিরোধী মারাত্মক ক্ষতিকর এই আগাছা একটি বর্ষজীবী বীরুৎ জাতীয় উদ্ভিদ। এর বিজ্ঞানসম্মত নাম পার্থেনিয়াম হিস্টেরোফেরাস। প্রকৃত অর্থে পার্থেনিয়াম এক ধরনের বিষাক্ত আগাছা যা মানুষ, প্রাণীদের নানা ক্ষতি করে।
আরও পড়ুনঃ কাঁথিতে যুব তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির
রাস্তার দু’পাশে যেখানে এই গাছ বেড়ে ওঠে, সেখানে সেই গাছ থেকে মানুষের আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে। তাই সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে ক্ষতিকর পার্থেনিয়াম গাছ কাটার কর্মসূচি নিল বাঁকুড়ার পরিবেশ যোদ্ধা নামে একটি পরিবেশ সংগঠন ।
রবিবার সকালে বাঁকুড়া জুনবেদিয়া মোড় থেকে পাঁচবাগা পর্যন্ত রাস্তার পাশে থাকা বিষাক্ত পার্থেনিয়াম গাছ কাটার কাজ শুরু করে সংগঠনের সদস্যরা। পার্থেনিয়াম তোলার পাশাপাশি পরিবেশ রক্ষার তাগিদে বেশ কয়েকটি গাছও লাগানো হল এদিন।
আরও পড়ুনঃ দুঃস্থ ও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের পাশে শিক্ষা কর্মাধ্যক্ষ
পরিবেশ যোদ্ধা’ সংগঠনের সদস্যরা বলেন, ‘পরিবেশকে সচেতন করতে এবং পরিবেশ রক্ষার তাগিদে রাস্তার চারিপাশে গজিয়ে ওঠা এই ক্ষতিকর বিষাক্ত পার্থেনিয়াম গাছকে কেটে ফেলতে সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরও সমাজকে সচেতন করতে এগিয়ে আসার এবং আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584