নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বাতাসে পুজোর গন্ধ। ফুটে ওঠা সাদা কাশ ফুলও পুজোর বার্তা ছড়িয়ে দিচ্ছে। দুর্গা পুজোকে ঘিরে বাঙালিদের আনন্দ ও পরিকল্পনার শেষ নেই। পুজোর আগে নতুন জামা কাপড়, জুতো, সাজগোজ কত কিই না পরিকল্পনা থাকে আমাদের সকলের। নিজেদের ব্যক্তিগত পরিকল্পনার কথা বাদ দিয়ে এবারে অন্যরকম উদ্যোগ নিয়েছে ‘জটেশ্বর এডুকেশন সেন্টার’ নামের একটি সংস্থা।
তারা মূলত কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই ইত্যাদি প্রশিক্ষণ দিয়ে থাকেন তারা। মঙ্গলবার সকালে জটেশ্বর এডুকেশন সেন্টারের তরফে আয়োজন করা হয় এক বস্ত্র বিতরণী অনুষ্ঠানের, ফালাকাটার প্রমোদনগর লক্ষীপুর চা বাগনের প্রায় ৭০ জন অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের পুজোয় নতুন জামা কাপড় দেওয়া হয়।
আরও পড়ুনঃ পুজোর আগেই শহরের রাস্তায় চলবে হুডখোলা দোতলা বাস, মঙ্গলবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
সেই সঙ্গে এদিন কিছু মহিলাকে নতুন শাড়িও দেওয়া হয়। এছাড়াও এদিন প্রত্যেককে মাস্কও বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওই সেন্টারের কর্ণধার শাজাহান তালুকদার ও তার সেন্টারের পড়ুয়ারা। জানা গেছে, ‘সংশ্লিষ্ট সেলাই সেন্টারের ছাত্রীরা নিজেদের হাতে শিশুদের জন্য বস্ত্র গুলি তৈরি করেছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584