নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন আলো ট্রাস্ট আবারও মানবিকতার নিদর্শন তুলে ধরল।এর আগে দেখেছি লকডাউন পিরিয়ডে অভুক্ত মানুষের বাড়িতে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছে।
আমফান ঝড়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া থেকে শুরু করে রক্তদান শিবির আয়োজন, বৃক্ষরোপণ, দরিদ্র ছাত্রছাত্রীদের বই কিনে দেওয়া, স্কলারশিপের ব্যবস্থা, মডেল ভিলেজ ক্যাম্পেনিং, দেশ বিদেশের গুণীজনদের আন্তর্জাতিক পুরস্কার প্রদান সহ বিভিন্ন কর্মসূচি সারাবছর ধরেই করে থাকেন বলে সবিস্তারে জানালেন ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা মহাশয়।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে আসছেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি অতিমারিতেও জীবনের ঝুঁকি নিয়ে সুদূর কলকাতা থেকে দীর্ঘপথ অতিক্রম করে ঝাড়গ্রামের কুষ্ঠ কলোনির শিশুদের জন্য ছুটে এসেছেন তিনি শিশুদের মুখে একটু হাসি ফোটানোর জন্য। আসন্ন শারদোৎসবে শিশুদেরকে নতুন জামা প্যান্ট তুলে দিলেন তিনি।
আমাদের অঙ্গীকারের সহযোগিতায় এই মহতী কর্মসূচি সুসম্পন্ন হলো।অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা, বিশিষ্ট সমাজসেবী চন্দন শতপথী, শিক্ষক সমাজসেবী তমাল চক্রবর্তী সহ অন্যািন্যক অতিথিগণ। আগামীদিনে প্রশাসনিক সহযোগিতা নিয়ে কুষ্ঠ কলোণিটিকে আদর্শ গ্রাম হিসাবে গড়ে তোলার ভাবনা রয়েছে বলে জানালেন আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা মহাশয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584