নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ
প্রায় দুমাস ধরে করোনা আতঙ্ক ও লকডাউন -এর জেরে পেশা ছুট হয়ে পড়েছেন বৃহন্নলারা। এলাকা ধরে ঘুরে বেড়ানো সদ্যজাত সন্তানকে আশীর্বাদ করতে আসা সেই বৃহন্নলাদের দেখা মেলেনি।
লকডাউন উঠলেও তারা আর আগের মত এই পেশা চালিয়ে যেতে পারবেন কিনা এনিয়ে আশঙ্কা রয়েছে। অনটনের মধ্যেই চলছে তাদের রোজকার জীবন।

রবিবার মেদিনীপুরের এক ক্লাব সংগঠনের পক্ষ থেকে সিপাইবাজারে থাকা বৃহন্নলাদের হাতে ২৬ রকমের খাদ্য সামগ্রী, নগদ ৫ হাজার টাকা তুলে দেন সম্পাদক নন্দ ভকত, তপন ভকত, রাজ শেখর প্রামাণিক।
আরও পড়ুনঃ কলকাতা বিমানবন্দরে সংস্পর্শহীন চলাচলের ব্যবস্থা
অন্যদিকে, মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার মালবান্ধি, ছেড়াবনি গ্রামে রবিবার দুঃস্থ গ্রামবাসীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন ব্যবসায়ী অমৃত চৌধুরী ও তার পরিবার।
তিনি জানান, এর আগে কোতয়ালী থানার আই সি -এর অনুরোধে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় ৪৫০ জন দুঃস্থ মানুষকে রান্না করা খাবার ও খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।
পাশাপাশি আজ সকালে মেদিনীপুর শহরের ৯নং ওয়ার্ডের লালদিঘি এলাকায় সমস্ত সাফাই কর্মীদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের বিজেপি জেলা সভাপতি মাননীয় শমিত কুমার দাশ। সাধারণ সম্পাদক শঙ্কর গুচ্ছাইত এবং মন্ডল সভাপতি দেবাশিষ দাস, মহিলা নেত্রী শর্মিষ্ঠা গুচ্ছাইত সহ অন্যান্য নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584