নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
রেল স্টেশনের মুটিয়া মজদুরদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলো ‘স্বপ্নতরী’।আলিপুরদুয়ারের মহিলাদের মাধ্যমে পরিচালিত সংস্থা ‘স্বপ্নতরী’ -এর পক্ষ থেকে আলিপুরদুয়ার জংশন এবং নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনের মুটিয়া মজদুরদের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, নুন, বিস্কুট ইত্যাদি নানা দ্রব্য তুলে দেওয়া হল রবিবার কোল এন্ড এ্যাশ মজদুর ইউনিয়নের অফিস থেকে।
আরও পড়ুনঃ শান্তিনিকেতনে শান্তি ফেরাতে সাইকেল চড়ে রাস্তায় নামল পুলিশ সুপার
এদিন উপস্থিত ছিলেন, স্বপ্নতরীর সদস্যা পায়েল দাস, প্রীয়া পাল, নিবেদিতা ধর প্রমুখ। সংগঠনের সম্পাদিকা নিবেদিতা ধর জানান, করোনা অতিমারী জনিত লকডাউনে ট্রেন চলাচল বন্ধ থাকায় এই মানুষ গুলির রোজগার বন্ধ হয়ে আছে। কবে পুনরায় ট্রেন চালু হবে তার ঠিক ঠিকানা নেই।
তাই অসহায় এই শ্রমিকদের সঙ্কটের সময় তাদের পাশে দাঁড়াতেই তারা এই ৬০ জন মুটিয়া মজদুরকে সামান্য খাদ্য দ্রব্য দিয়ে সহযোগিতা করলো বলে জানিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584