নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনে জরুরি পরিষেবা দিয়ে চলেছেন পুলিস-প্রশাসন থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি ২৪ ঘন্টা জরুরি পরিষেবা দিয়ে চলেছেন বিদ্যুৎ দফতরের জরুরি বিভাগের কর্মীরা।
শনিবার ‘নতুন আলো’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যুৎ কর্মীদের সার্জিক্যাল মাস্ক, স্যানিটাইজার ও চকলেট দিয়ে সম্মান জানাল। চাঁচল সাব স্টেশনের (বিদ্যুৎ) অপারেটর মৃণাল পাল জানান, সংবর্ধনা পেয়ে আমরা খুবই খুশি।
আরও পড়ুনঃ জ্বরে আক্রান্ত কিশোরের মৃতদেহ রায়গঞ্জে পাঠানোর ঘটনায় আতঙ্ক ইসলামপুরে
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য আবু বক্কর জানিয়েছেন, লকডাউনে প্রতিদিন সংস্থার তরফে এলাকার দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে এলাকার দুঃস্থদের খাদ্যসামগ্রী বিলি করার চিন্তা ভাবনা রয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584