কর্মহীন শ্রমজীবী মানুষদের পাশে ভাবতার একদল যুবক

0
226

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

লকডাউনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন ভাবতার একদল যুবক। বর্তমানে লকডাউনের ফলে সাধারণ শ্রমজীবী মানুষদের উপার্জন প্রায় বন্ধ। ফলে তাদের সংসার চালানো এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দু মুঠো খেয়ে বেঁচে থাকাই এখন তাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।

volunteer organization | newsfront.co
নিজস্ব চিত্র

এই পরিস্থিতিতে এলাকার দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন ভাবতার কিছু যুবকবৃন্দ। চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সোয়াবিন ও সাবান মিলিয়ে প্রায় এক লক্ষ টাকার খাদ্য সামগ্রী তাঁরা তুলে দিয়েছেন। যুবকবৃন্দদের পক্ষে এলাকার শিক্ষক মোঃ আবু সাঈদ জানালেন যে তাঁরা তিনটি স্তরে কাজ করছেন। প্রথমত, এলাকায় করোনা সচেতনতা ও ফিজিক্যাল ডিসট্যান্স বজায় রাখার প্রচার।

আরও পড়ুনঃ স্কুলে মিড’ডে মিলের চাল আলু বণ্টনে অনিয়মের অভিযোগ বিক্ষোভ অভিভাবকদের

stay home stay safe | newsfront.co
নিজস্ব চিত্র

দ্বিতীয়ত, দুঃস্থ মানুষদের কিছুটা খাদ্য সামগ্রী তুলে দেওয়া ও তৃতীয়ত, বাইরের রাজ্যে আঁটকে পড়া মানুষজন যাতে ওখানে কিছু খাবার পান তার জন্য বিভিন্ন স্তরে যোগাযোগ করে তাদের কষ্ট লাঘবের প্রচেষ্টা। এলাকার মানুষ যদি আমাদের এই প্রচেষ্টায় নূন্যতম উপকৃত হন তাহলে আমরা আমাদের প্রচেষ্টাকে সার্থক বলে মনে করবো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here