নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ
করোনা মোকাবিলায় অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন গ্রন্থন সেনগুপ্ত। ২০১৮সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করে জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র গ্রন্থন সেনগুপ্ত। বাড়ি জলপাইগুড়ি পুরসভার ৩নম্বর ওয়ার্ডের হাকিমপাড়া এলাকায়।

করোনা পরিস্থিতিতে তাঁকে অন্য ভূমিকায় দেখতে পেয়ে অভিভূত জলপাইগুড়িবাসী। নিজের হাতে রান্না করে অসহায় মানুষদের মুখে খাবার তুলে দিয়েছে কৃতী ছাত্র গ্রন্থন। শহরের বিভিন্ন এলাকার দুঃস্থ মানুষেরা লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছেন এবং অভাব অনটনে রয়েছে।
নিদারুণ কষ্টে থাকা মানুষগুলির জন্য নিজে হাতে রান্না করছেন গ্রন্থন সেনগুপ্ত। পড়াশোনার পাশাপাশি গীটার বাজাতে এবং অভিনয়েও বেশ পারদর্শী।

শহরের কিছু যুবক ‘অন্নদাতা’ নামে একটি সামাজিক সংগঠন তৈরী করেছেন লকডাউনে অসহায় মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। কয়েকদিন ধরে নিজেদের উদ্যোগে গরীব অসহায় এবং খেটে খাওয়া মানুষদেরকে রান্না করা খাবার তুলে দিচ্ছে।
আরও পড়ুনঃ শহরাঞ্চলের দুঃস্থদের খাদ্যসামগ্রী দিলেন রায়গঞ্জের বিধায়ক
সংগঠনের এক সদস্য সন্তোষ মিশ্রের ডাকে সাড়া দিয়ে গ্রন্থন এই মহৎ কাজে এগিয়ে এসেছে। রাজ্যের প্রথম স্থানাধিকারী গ্রন্থন জানান সন্তোষ দার ডাকে এসেছি।
এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোই বড় কথা। সংগঠনের সদস্য সন্তোষ মিশ্র জানান আমাদের খুব ভালো লাগছে গ্রন্থন আমাদের ডাকে সারা দেওয়ায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584