নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
দুঃস্থ ও অসহায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাতে খাবারের জন্য পর্যাপ্ত চাল তুলে দিতে এগিয়ে এল একটি হোয়াট স্যাপ গ্রুপ। ইসলামপুরের ওই হোয়াটস অ্যাপ গ্রুপের সদস্যদের সহযোগিতায় গত দুই মাস আগেই চালু হয়েছে শ্রমিক তহবিল।
দুঃস্থ শ্রমিকদের জন্য ধারাবাহিকভাবে চলছে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচি। ওই হোয়াট স্যাপ গ্রুপেরই এক সদস্যার সহায়তায় রবিবার স্থানীয় বাস টার্মিনাসে প্রায় সত্তর জন দুঃস্থ ও অসহায় মানুষদের হাতে এক বস্তা করে চাল তুলে দেওয়া হলো।
আরও পড়ুনঃ লকডাউনে সাহায্যের হাত বাড়ালেন রতুয়ার তৃণমূল নেতা
সংস্থার হোয়াট স্যাপ গ্রুপের অ্যাডমিন সুশান্ত নন্দী জানান, প্রথমে শ্রমিকদের অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক সাহায্য করা হয়েছিল। কিন্তু ব্যাংকে দীর্ঘ লাইন থাকার জন্য অনেকের অসুবিধা হয়ে যাওয়ায় এরপর থেকে শ্রমিকদের হাতে হাতে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
প্রথম দফার মোট সত্তর জনকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যেই শুরু হয়েছে চাল বিতরণ কর্মসূচি। রবিবার প্রায় ষাট জনের মধ্যে এক বস্তা করে চাল বন্টন করা হয়। আজকের এই কর্মসূচিতে হাজির ছিলেন ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584