বিপদের দিনে বন্ধু হয়ে অসহায় মানুষের পাশে

0
29

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

একেই করোনা ভাইরাসের জেরে নাজেহাল অবস্থা মানুষের। লকডাউনের জেরে অর্থনীতি খাদের কিনারায়।দুবেলা দুমুঠো খাদ্য জোগাড় করতে কালঘাম ছুটছে সাধারণ মানুষের। ঠিক সেই সময় আমপান এসে আরও তছনছ করে দিয়েছে সবকিছু।

distrabution | newsfront.co
নিজস্ব চিত্র

খাদ্যের হাহাকার তো ছিলই,তার সঙ্গে এখন যোগ হয়েছে বাসস্থানের সমস্যা। আমপানের জেরে ভিটেমাটি ছাড়া হয়েছেন বহু মানুষ। এরূপ পরিস্থিতিতে আমপান বিপর্যস্ত মধ্য কলকাতার সূর্য সেন স্ট্রিটের অসহায় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াল ”ক্যালকাটা কয়্যার”। তাঁদের এই কাজের ট্যাগলাইন হল ”মানুষের সাথে, মানুষের পাশে”।

distrabute food | newsfront.co
নিজস্ব চিত্র

তাঁরা বিপদের দিনে বন্ধু হয়ে ভরসার হাত বাড়িয়ে দিয়েছে অসহায় মানুষগুলোর প্রতি। আজ ক্যালকাটা কয়্যারের উদ্যোগে ২০০টি পরিবারের হাতে তুলে দেওয়া হল নিত্যাপ্রয়োজনীয় ১০ রকমের সামগ্রী।

আরও পড়ুনঃ রক্তের আকাল মেটাতে ডায়মন্ডহারবারে রক্তদান শিবির

সেই সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল, আলু,সাবান,তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। প্রতিকূল পরিস্থিতিতে এই সব জিনিস হাতে পেয়ে হাসি ফুটেছে অসহায় মানুষগুলোর মুখে।

এদিনের এই উদ্যোগে হাজির ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব কল্যান সেন বরাট, কবীর সেন বরাট,অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন, বিমল চক্তবর্তী, অনিমেষ স্যানাল, সি পি এম নেতা অনাদি সাহু সহ গণআন্দোলনের অন্যান্য নেতারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here