প্রতিবেশীর মৃত্যুর সুবিচারে রাস্তায় নেমেছে দাঁতনের ‘প্রতিবাদী মঞ্চ’

0
70

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

এলাকায় এক মহিলার মৃত্যুর ন্যায় বিচার চেয়ে আন্দোলনে নামলো প্রতিবেশীরা। পুলিশি নিষ্ক্রিয়তা ও দোষীদের গ্রেফতারের দাবি তুলে আন্দোলনের পথে নামলো তারা।

announcement | newsfront.co
নিজস্ব চিত্র

দীর্ঘ ছয়মাস কাটলেও অধরা দোষীরা। মহিলার অস্বাভাবিক মৃত্যুর সাত মাস পরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে প্রতিবাদ জানাল গ্রামের মানুষ। ঘটনাটি ঘটেছে বেলদা থানার দাঁতন ২ ব্লকের ব্রাহ্মণখলিসা গ্রামে। প্রসঙ্গত, গত বছরের ১০ জুন অস্বাভাবিক মৃত্যু হয়েছিল ছবি জানার। মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

members | newsfront.co
শেখ আসগর, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। রিপোর্টে মহিলার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে বলেই উল্লেখ আছে। গ্রামবাসীদের বক্তব্য,মহিলার স্বামী দুলাল প্রতিবন্ধী। পরবর্তী ক্ষেত্রে মৃতার ভাসুরের ছেলে ও কয়েকজনের নামে মহিলাকে অ্যাসিড ঢেলে পুড়িয়ে ‘খুন’ করার অভিযোগ তুলে পুলিশে লিখিত অভিযোগ জানান গ্রামেরই মানুষ।

mildstone | newsfront.co
নিজস্ব চিত্র

অভিযোগের সাত মাস পরেও অভিযুক্তরা ধরা পড়ল না কেন এই প্রশ্ন তুলে প্রতিবাদ জানালেন তারা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও আনছেন গ্রামের মানুষ। অভিযোগ, মৃত ছবি জানার স্বামী দুলাল জানা মূক ও বধির হওয়ায় তাকে জোর করে এলাকা ছাড়া করেছে তার দাদার ছেলে-সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

জানা গিয়েছে ব্রাহ্মণখলিসা গ্রামের এক প্রান্তে ছবি জানা স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন। স্বামী প্রতিবন্ধী হওয়ায় সংসারের দায়িত্ব ছিল স্ত্রী ছবির ওপর। গ্রামের শিব মন্দির চত্বর এলাকার চারপাশে সংখ্যালঘু পরিবারের বাস। মন্দিরের পাশেই ছবি জানার বাড়ি। সংখ্যালঘু মানুষেরাই ছবি জানার মৃত্যুর পর পরিবারটির পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে।

অভিযুক্তদের শাস্তির দাবিতে তারা ‘প্রতিবাদী মঞ্চ’ গড়ে তুলেছেন। তাদের অভিযোগ, ছবি জানার স্বামী দুলালের দাদার ছেলে ও অন্যান্যরা মহিলাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘খুন’ করেছে। তাদের সম্পত্তি হস্তগত করার জন্য বাকিদের গ্রামছাড়া করাও হয়েছে। ঘটনার পর গ্রামবাসীদের পক্ষ থেকে চারজনের নামে পুলিশে লিখিত অভিযোগ করা হয়।

আরও পড়ুনঃ হলদিয়ায় বাড়ি বাড়ি মাছ পৌঁছে দিতে নয়া উদ্যোগ মৎস্য দফতরের

পুলিশ ও প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানালেও এ পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছে প্রতিবাদী মঞ্চটি। মঙ্গলবার মৃতার বাড়ির সামনে সঠিক বিচারের দাবিতে প্রতিবাদ জানান গ্রামের মানুষ। এলাকার বাসিন্দা শেখ আসগার বলেন,”ছবি জানাকে খুন করার পর তার স্বামী ও দুই সন্তানকে তাড়িয়ে দিয়েছে অভিযুক্তরা। আমরা চাই দুলাল জানা যেন গ্রামে তার বাড়িতে এসে থাকতে পারে। তার স্ত্রীর মৃত্যুতে অভিযুক্তদের পুলিশ দ্রুত ধরুক এবং দোষীদের শাস্তি হোক।”

অপর এক বাসিন্দা সেক মহম্মদ সিরাজুল হকের বক্তব্য,”সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই আমরা এখানে বসবাস করি। এই ঘটনায় দোষীরা যেন শাস্তি পায়। পরিবারটি যাতে সুবিচার পায় সেই লক্ষ্যেই আমরা একত্রিত হয়েছি।”

আরও পড়ুনঃ ভেটাগুড়িতে সন্ত্রাসের প্রতিবাদে দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

এর আগেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন গ্রামবাসীরা। বেলদার এসডিপিও সামিম বিশ্বাস জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

তবে মহিলাকে খুন করার অভিযোগ এনে মূক ও বধির দুলাল জানা কে বাড়ি ফেরাতে অনুরোধ জানিয়েছে গ্রামবাসীরা। বর্তমানে প্রতিবেশীর হয়ে আন্দোলনের অন্যতম দৃষ্টান্ত দাঁতন ২ ব্লকের এই ব্রাহ্মণখলিসা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here