নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনার লকডাউনে মালদহ ব্লাড ব্যাঙ্ক ও হাসপাতালে দেখা দিয়েছে ব্যাপক রক্ত সংকট। এই রক্ত সংকট দূর করতে এগিয়ে এল কালিয়াচকের ‘মালদা ব্লাড আর্মি’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা।
সোমবার সকাল এগারোটা নাগাদ কালিয়াচক নজরুল ভবনে রক্তদান শিবিরের আয়োজন করেন তারা। এদিন শিবিরে উপস্থিত ছিলেন “নতুন আলো” স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার তথা “মালদা ব্লাড আর্মি”র সভাপতি আলমগীর খান ও সম্পাদক রাহুল আলি সহ এলাকার বিশিষ্ট সমাজ সেবকরা।
আরও পড়ুনঃ আমপান-বিধ্বস্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা
আলমগীর খান ও রাহুল আলিরা জানান, ‘কালিয়াচক এলাকার বিভিন্ন গ্রাম থেকে রক্তদাতারা এই শিবিরে রক্তদান করেন। এদিনের এই শিবিরে মোট ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহিত রক্ত মালদহ ব্লাড ব্যাঙ্কে পাঠানো হয়েছে।’
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584