নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
রাজ্যে করোনা শুরুর প্রায় প্রথম দিন থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর সংলগ্ন পতিরাম নাগরিক ও যুব সমাজ মঞ্চ করোনা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা মূলক একাধিক প্রচার শিবির যেমন করেছে, তেমনি মাস্ক স্যানিটাইজার বিলি করার পাশাপাশি করোনা প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হোমিওপ্যাথি আর্সেনিক অ্যালবাম থার্টি ওষুধ ও ‘অন্নপূর্না – আপনার গৃহ ব্যবস্থায় কিচেন’ চালু করে লকডাউনের ভিতর এলাকার জনগণের মধ্যে ভাত, মাংস, ডিম সহ সুষম আহার প্রচুর পরিমাণে বিলি করে নিজেদের দায়িত্ববানের পরিচয় দিয়েছে। এবার তারা সরাসরি নিজেদের জীবনের পরোয়া না করে এলাকার কোভিড আক্রান্তদের সেবায় নিজেদের নিয়োজিত করল।
আরও পড়ুনঃ এবার ভ্রাম্যমাণ গাড়িতে করোনা আরটিপিসিআর টেস্ট, প্রত্যন্ত গ্রাম্য এলাকায়
তাদের এলাকায় যে সব আশা কর্মীরা কোভিড নিয়ে গ্রামাঞ্চলে কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন এবং এলাকার অন্তর্গত যে সব আক্রান্ত ব্যক্তি বাড়িতে থেকে চিকিৎসা করছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে এলাকার স্বাস্থ্য কেন্দ্র থেকে ওষুধ পত্র থেকে চিকিৎসার অন্যান্য সামগ্রী যেমন পৌঁছে দিচ্ছেন, তেমনি তাদের ও তাদের পরিবারের খাওয়া দাওয়ার পাশাপাশি যাবতীয় বিষয়ে দেখভাল করতে নিজেদের সদা ব্যস্ত রেখেছে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের সর্ব স্তরের মানুষ থেকে জেলার প্রশাসনিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584