শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা আবহে অনেকেই চাইছেন নিরাপদে বাসে-ট্রামে চড়ে দূর থেকে দেবী-দর্শন। প্রত্যেক বছরই ট্রাম, ভলভো বাস, ইলেকট্রিক বাসে চড়ে ঠাকুর দেখানো হয়। এবারও করোনা আবহে সেই পদ্ধতিতে এগোতে চাইছে রাজ্য পরিবহণ নিগম।
মিলেনিয়াম পার্ক ও এসপ্ল্যানেডের মতো ডিপো থেকে মিলবে হাতে হাতে টিকিট। তবে এবারে অনলাইন বুকিং চালু হতে বেশ ভালই সাড়া মিলবে বলে নিগম সূত্রের খবর। অনলাইনে টিকিট কাটা যাচ্ছে www.wbtc.online.in সাইট থেকে।
আরও পড়ুনঃ শেষ মুহূর্তে দুর্গাপুজো নিয়ে সোমবার জরুরি বৈঠক মুখ্যসচিবের
একই সঙ্গে অন্যান্য বারের মতো এবারেও লাক্সারি ভেসেলে করে দেখানো হবে প্রতিমা নিরঞ্জন। উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক ঘাটের প্রতিমা নিরঞ্জন দেখানো হবে। মিলেনিয়াম পার্ক থেকে শুরু করে দ্বিতীয় হুগলি সেতু এবং বাগবাজার ঘাটের দিকে এগোবে ভেসেল। মাঝের সব ক’টি ঘাটে হাওড়া ও কলকাতার দিকে প্রতিমা নিরঞ্জন হয়, তার সবগুলিই দেখানো হবে।
আরও পড়ুনঃ ‘পুজোর শহরে নিজেদের অবহেলা করবেননা’, সহকর্মীদের উদ্বুদ্ধ করতে খোলা চিঠি অনুজ শর্মার
তবে শুধু ঘুরিয়ে দেখানো নয়, থাকছে স্ন্যাক্স ও ডিনারের ব্যবস্থা। মাথা পিছু প্যাকেজ রাখা হয়েছে ১৪০০ টাকা করে। অন্যদিকে এবার সল্টলেক, নিউটাউনের পুজো দেখানোর ব্যবস্থা করা হয়েছে ইলেকট্রিক এসি বাসে চেপে। এই বিশেষ প্যাকেজে সল্টলেকের বাছাই করা পুজো মন্ডপ দেখানো হবে।
অন্যদিকে সপ্তমী ও নবমীতে উত্তর ও দক্ষিণ কলকাতার ২ টি এসি ট্রামে চেপে ঠাকুর দেখার সুযোগও পাবেন। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণের ছোঁয়াচ এড়িয়ে এই সমস্ত ব্যবস্থায় মানুষ নিরাপদে ঠাকুর দেখতে পারবেন বলেই আশা পরিবহণ নিগমের কর্তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584