সুদীপ পাল,বর্ধমানঃ
লিখিতভাবে যদি চাকরির আশ্বাস না মেলে তাহলে ভোট তাঁরা বয়কট করবেন। ডিপিএল কারখানায় কর্মরত অবস্থায় মৃত শ্রমিকদের পোষ্যদের এই দাবীতে নড়েচড়ে বসেছে প্রশাসন। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল কারখানার গেটের সামনে মৃত শ্রমিকদের পোষ্যরা চাকরির দাবিতে টানা ৪৮ দিন অবস্থান বিক্ষোভ করেছিলেন।কর্তৃপক্ষ তখন বিষয়টি সহানুভূতির সাথে দেখেনি বলে অভিযোগ উঠেছিল।

ডিপিএলের এমডি সাক্ষাৎ করার সৌজন্যতা দেখাননি বলে তাঁরা সরব হয়েছিলেন।আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত জানিয়ে কারখানার গেট থেকে দুই মাসের জন্য সাময়িক অবস্থান বিক্ষোভ তুলে নেন পোষ্যদের সংগঠন ‘আমরা পোষ্যগণ’।পোষ্যরা নিজেদের বাড়িতে ভোট বয়কটের পোস্টার সেঁটে দেন। বিষয়টি জানাজানি হতেই দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে ভোট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে পোষ্যদের নিয়ে মহকুমা কার্যালয়ে বৈঠক করেন।
আরও পড়ুনঃ বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের সিদ্ধান্ত এলাকাবাসীর
তবে তাঁদের দাবিতে তাঁরা অনড়।রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বা শ্রমমন্ত্রী মলয় ঘটকের লিখিতভাবে চাকরি দেওয়ার আশ্বাস ছাড়া আসন্ন লোকসভা নির্বাচনে কোন ভাবেই ভোট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করা সম্ভব নয়
বলে তাঁরা জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584