ভোটারদের কাছে পৌঁছাতে ঐতিহ্যবাহী বাহনেই সওয়ার জয়নগরের জাতীয় কংগ্রেস প্রার্থী

0
65

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Vote promotion of Congress candidate
নিজস্ব চিত্র

রাহুল গান্ধীর বার্তা পৌঁছে দিতে এবার ঘোড়ায় সওয়ার জয়নগরের জাতীয় কংগ্রেসের প্রার্থী।সুন্দরবনের জয়নগর লোকসভা কেন্দ্রে এআইসিসির তরফেও ঘোষণা করা হয়েছে তাদেরও প্রার্থীর নাম।আর প্রার্থী হওয়ার পরেই বাকি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের টপকে যেতে অভিনব পন্থা অবলম্বন করেছেন জাতীয় কংগ্রেসের প্রার্থী তপন মন্ডল।দ্রুততার প্রতীক ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রাহুল গান্ধীর বার্তা জনতা জনার্দনের কাছে পৌঁছে তৎপর হয়েছেন।

Vote promotion of Congress candidate
নিজস্ব চিত্র

দেরি হলেও প্রার্থীর এই মনোভাবে মরচে পড়া সংগঠনে কিছুটা হলেও জোর এসেছে বলে মনে করতে শুরু করেছেন কংগ্রেসের কর্মীরা।তৃণমূল বিজেপি দ্বৈরথে দাঁড়িয়ে মরা গাঙে জোয়ার আনার মতোন গুরুদায়িত্ব কাঁধে নিয়ে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়েও সংগঠন মজবুত করার পাশাপাশি রাহুল গান্ধীর ন্যায়ের বার্তা সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সংকল্প গ্রহণ করেছেন কংগ্রেস প্রার্থী।সেই কারণেই পাড়ায় পাড়ায় বসে যাওয়া কংগ্রেস নেতা কর্মীদেরকে উজ্জীবিত করতে নানাবিধ পরিকল্পনা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন।একদিকে এই লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা গোসাবার মতন দ্বীপাঞ্চল এলাকা রয়েছে তেমনি রয়েছেন বাসন্তী,ক্যানিং পূর্ব ও পশ্চিম এবং জয়নগর, কুলতলি ও মগরাহাট পূর্ব বিধানসভা এলাকা।সেই সুবিশাল এলাকায় এলাকায় দৌড় ঝাঁপ করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে গিয়ে কংগ্রেসের পক্ষে ভোটের ভোটদানের জন্য মনোভাব করাটাকেই এখন ধ্যান জ্ঞান বলে ধরে নিয়েছেন তিনি।সে কারণেই প্রার্থী দ্রুততার প্রতীক ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মানুষের মনের মধ্যে দ্রুততার সঙ্গে পৌঁছে যেতে চাইছেন এবং বার্তা একটাই দিতে চাইছেন,এদেশ সবার। বিভাজনের রাজনীতি করে কেন্দ্রে বিজেপি ও রাজ্যে তৃণমূল ঘোলা জলে মাছ ধরতে নেমেছে।তপন বাবু বলেন,আগে সুন্দরবন এলাকায় মূলত মানুষই ঘোড়ায় চড়ে যাতায়াত করত। আমার পরিবারও ঘোড়ায় চড়ে ইউনিয়ন বোর্ডের কাজ কর্মে যেতেন।তাই আমার ইচ্ছা আমিও তাদের মতন ঘোড়ায় চড়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাব।যেটা তৃণমূল,বিজেপি, আরএসপিরা পারবে না।

আরও পড়ুনঃ অবাধ শান্তিপূর্ণ ভোটদানে উৎসাহিত করতে সরাসরি ভোটারের কাছে জেলা প্রশাসন

আমার বিশ্বাস মানুষ তিতিবিরক্ত রাজ্য ও কেন্দ্রের দুর্নীতিসহ নানা কারণে।তাই কেন্দ্রের বিকল্প শক্তি হিসেবে এবার জয়নগরের মানুষ জাতীয় কংগ্রেসকে বেছে নেবেন।দলের প্রার্থীর এই তৎপরতায় বেজায় খুশি এলাকার দলের নেতাকর্মীরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here