রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে প্রচারে দেব

0
258

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

Vote promotion of tmc candidate dev
নিজস্ব চিত্র

ঘাটালের ভগীরথপুরে ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর কর্মীসভা হয়।গতবার ভোটের প্রচারে তিনি ঐ অঞ্চলে যাননি তাই এবারে ঐ অঞ্চল বেছে নেওয়া হয় প্রচারের জন্য।শুধু কর্মী না তাকে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় দেখা যায়।সেলফি নেওয়া ও অটোগ্রাফ নেওয়ার হিড়িকও ছিল চোখে পড়ার মতো।

Vote promotion of tmc candidate dev
মঞ্চে উপস্থিত নেতৃত্ব। নিজস্ব চিত্র

প্রচারে এসে দেব বলেন,’শুধু উন্নয়নের কথা বলেই ভোট চাইতে এসেছি,কারও নিন্দা করতে নয়।’রাজ্য সরকারের উন্নয়ন মানুষের কাছে বললেই তারা ভোট দেবে।এখানে উপস্থিত অনেক মেয়েরা কন্যাশ্রী পায়,রাজ্যে ১ কোটি ছাত্রছাত্রী সবুজসাথীর সাইকেল পেয়েছে।রাজ্য সরকারের চেষ্টায় ৪২ টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে।

Vote promotion of tmc candidate dev
সভায় উপস্থিত কর্মী সমর্থকদের সাথে প্রার্থী। নিজস্ব চিত্র

উন্নয়নের খতিয়ান দেন বিদায়ী সাংসদ দেব।এছাড়াও নাম না করে বিরোধী প্রতিপক্ষ ভারতী ঘোষ-কেও বিধলেন দেব।তিনি বলেন ‘যিনি রাস্তা ঘাট উন্নয়নের কথা বলেছেন কিছুদিন আগে তিনি এই রাস্তাটি দেখে যান তাহলেই বুঝতে পারবেন রাস্তার উন্নয়ন।’ দেব আরও বলেন,’৯ ট্রাক বন্যা ত্রান নিয়ে এসে নিজে হাতে যতটা পেরেছি দান করেছি তখন উনিই সিকিউরিটি দিয়েছিলেন।আমি ঘাটালে অনেকবার এসেছি ঘাটালবাসী জানে।মাস্টার প্ল্যান অনুমোদন হয়ে গেছে শুধু কেন্দ্র টাকা দেয়নি।টাকা দিলেই কাজ শুরু হবে।টাকা দেয়নি তার কারন ওরা কি বলে ভোট চাইবে এখানে।আমি জোর দিয়ে বলতে পারি গত ৭ বছরে ৭০ বছরের কাজ করেছে আমাদের সরকার।’

আরও পড়ুনঃ পাতিনায় রোড শো তৃণমূল প্রার্থীর,কটাক্ষ বিরোধীদের

সবশেষে প্রার্থী দেব জানান, ‘আমি বেশী লোভ দেখাতে চাই না,আমি যতটা পারবো ততটাই বলবো এবং করবো।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here