নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী বিরবাহা সরেনকে দেখে নয় ভোট দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে।বৃহস্পতিবার গোপীবল্লভপুরে দলীয় জনসভায় বক্তব্য রাখার সময় এই আবেদন জানান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।তিনি বলেন, দলমত নির্বিশেষে জোড়া ফুলে ভোট দিয়ে এবার বিজেপির দোকানের ঝাপ বন্ধ করতে হবে।নির্বাচনের সময় বিজেপি অর্থ দিয়ে গরিব মানুষদের প্রভাবিত করে ভোট আদায় করে থাকে।এবিষয়ে আমাদের কর্মীদের সতর্ক থাকতে হবে।
গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের কর্মীদের ব্যর্থতার কারণেই জঙ্গলমহলের কিছু এলাকায় তৃণমূলের ফল খারাপ হয়েছে, এজন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করা যায় না।জঙ্গলমহলের প্রতিটি পরিবার রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা পেয়েছে,এই বিষয়টি আমরা মানুষকে বোঝাতে পারিনি।বহু আদিবাসী এলাকায় রাজ্য সরকারের উন্নয়ন তুলে ধরা সম্ভব হয়নি এই সরকার আদিবাসীদের ভাষাকে শুধু স্বীকৃতি দেয়নি, স্নাতক স্তর পর্যন্ত পড়াশুনা করার ব্যবস্থা করেছে।
আরও পড়ুনঃ উর্দি পরিয়ে গেরুয়া শিবির ছাপ্পা দেবে বলে উল্লেখ পার্থর
তবু ঝাড়খন্ড রাজ্য থেকে রাতের অন্ধকারে কিছু মানুষ এসে আদিবাসীদের ভুল বোঝাচ্ছে। মানুষে মানুষে বিভেদ তৈরি করছে।তাই আগামী নির্বাচনে আমাদের সতর্কতার সঙ্গে এই বিভেদকামী শক্তিকে পরাস্ত করতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারাদেশে মোদি বিরোধী যে ঝড় উঠেছে তা কেউ আটকাতে পারবেনা।সকলের প্রচেষ্টাতে বিজেপির মোকাবিলা করতে হবে।পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এদিনের সভায় বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা ও প্রার্থী বিরবাহা সরেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584