শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করে নির্বাচন কমিশন। কিন্তু এই বছর করোনা মহামারী এবং রাজ্যের পরিস্থিতির কথা মাথায় রেখে বিষয়টি ২ মাস পিছিয়ে আগামী ১৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।
একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ১৬ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা নাম সংযোজন বা বাদ দেওয়ার কাজ চলবে। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের আগে রাজ্যের ভোটার সংখ্যা ছিল ৬ কোটি ৯৮ লক্ষ ৬৩ হাজার ১৫২ জন।
কিভাবে চলবে এই তালিকা সংশোধন প্রক্রিয়া? বলা হয়েছে, ২০২১ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে, তারা ৬ নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। কারও মৃত্যু হলে ৭ নম্বর ফর্ম পূরণ করতে হবে। কারোর নামের বানান বা ঠিকানা পরিবর্তনের জন্য রয়েছে ৮ নং ফর্ম। করোনা প্রোটোকল মেনে গোটা প্রক্রিয়া চালানোর নির্দেশ জারি করেছে কমিশন।
আরও পড়ুনঃ এক কামরায় থাকবে সর্বাধিক ৫০ জন যাত্রী! সেপ্টেম্বর থেকে চালু হতে পারে মেট্রো
প্রসঙ্গত, ২০২১ সালে গোটা রাজ্য জুড়ে হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের আগে যাতে তালিকায় ভুয়ো ভোটার না থাকে, তার জন্য এই বছর বিশেষ তৎপরতার সঙ্গে কাজ করতে চাইছে নির্বাচন কমিশন। গত ৭ আগস্ট একটি নির্দেশিকা জারি করে বুথ পুনর্গঠন, অক্সিলিয়ারি বুথ তৈরি, গোটা পরিবার যাতে একই বুথে ভোট দিতে পারেন এরকম একাধিক প্রক্রিয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত রাজ্যের আরও এক মন্ত্রী
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই প্রাথমিক কাজগুলি শেষ করে ফেলতে বলা হয়েছে। আগের মতো এখন প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার নাম সংযোজনের প্রক্রিয়া নাও হতে পারে।
প্রতি রবিবার বুথে বুথে বিএলও, রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা থাকবেন। সেখানেই গোটা প্রক্রিয়া চলবে। তার এক মাস আবেদনের ভিত্তিতে শুনানি হয়ে তারপর আগামী বছর ২০২১ জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। আর বিধানসভা নির্বাচনের সময় সেই চূড়ান্ত ভোটার তালিকাই গ্রাহ্য হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584