পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
চোপড়ার ২৮ এর ১১২ নং কোটগছ বুথে ইভিএম ভাঙচুর বোমাবাজির কারণে ভোট বন্ধ।কখন ভোট হবে এখনো তার কোন নিশ্চয়তা নেই। প্রিসাইডিং অফিসার সহ কিছু ভোটারের বক্তব্যে জানা গেল, সকালে যথারীতি ভোট শুরু হওয়ার কিছুক্ষন পরেই একদল দুষ্কৃতী এসে ভোট কেন্দ্রে ঢুকে ইভিএম ভাঙচুর করে এবং বাইরে বোমা ছোঁড়ে।মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ পর্ব।
ওই বুথে গিয়ে দেখা গেল ভোটকর্মীরা এবং কিছু ভোটার আতঙ্কে আছে।খবর পেয়ে বিশাল কেন্দ্রীয় বাহিনী সেখানে হাজির হয়েছে। ভোটকর্মী এবং ভোটারদের অভিযোগ এই বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকাতে এই গন্ডগোলের সূত্রপাত।
আরও পড়ুনঃ চোপড়ায় ইভিএম ভাঙচুর,পুলিশকে ঘিরে বিক্ষোভ ভোটারদের
তবে ভোটারদের দাবি কেন্দ্রীয় বাহিনী থাকলে তারা ভোট দিয়েই যাবেন। প্রায় ১২ টা পর্যন্ত ভোট বন্ধ ছিল। পুনরায় এ বুথে কখন ভোট শুর হবে তার কোন নিশ্চয়তা নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584