চোপড়ায় ইভিএম ভাঙচুর,বোমাবাজি উপেক্ষা করে ভোট দিতে প্রতিজ্ঞ সাধারণ ভোটাররা

0
76

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Voters going to polling booth by Ignore Barrier
ভাঙচুর।নিজস্ব চিত্র

চোপড়ার ২৮ এর ১১২ নং কোটগছ বুথে ইভিএম ভাঙচুর বোমাবাজির কারণে ভোট বন্ধ।কখন ভোট হবে এখনো তার কোন নিশ্চয়তা নেই। প্রিসাইডিং অফিসার সহ কিছু ভোটারের বক্তব্যে জানা গেল, সকালে যথারীতি ভোট শুরু হওয়ার কিছুক্ষন পরেই একদল দুষ্কৃতী এসে ভোট কেন্দ্রে ঢুকে ইভিএম ভাঙচুর করে এবং বাইরে বোমা ছোঁড়ে।মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ পর্ব।

Voters going to polling booth by Ignore Barrier
তরিকুল ইসলাম,ভোটার।নিজস্ব চিত্র

ওই বুথে গিয়ে দেখা গেল ভোটকর্মীরা এবং কিছু ভোটার আতঙ্কে আছে।খবর পেয়ে বিশাল কেন্দ্রীয় বাহিনী সেখানে হাজির হয়েছে। ভোটকর্মী এবং ভোটারদের অভিযোগ এই বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকাতে এই গন্ডগোলের সূত্রপাত।

আরও পড়ুনঃ চোপড়ায় ইভিএম ভাঙচুর,পুলিশকে ঘিরে বিক্ষোভ ভোটারদের

Voters going to polling booth by Ignore Barrier
উপস্থিত কেন্দ্রীয় বাহিনী।নিজস্ব চিত্র

তবে ভোটারদের দাবি কেন্দ্রীয় বাহিনী থাকলে তারা ভোট দিয়েই যাবেন। প্রায় ১২ টা পর্যন্ত ভোট বন্ধ ছিল। পুনরায় এ বুথে কখন ভোট শুর হবে তার কোন নিশ্চয়তা নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here