নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
রাজ্যে পঞ্চম দফার ভোট আজ, ৪৫ টি আসনে চলছে ভোটগ্রহণ।তারই মধ্যে জলপাইগুড়ির ধুপগুড়ি থেকে অভিযোগ, বুথে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই।

অভিযোগ ধুপগুড়ির ১৪৫ নম্বর বুথে নেই পর্যাপ্ত আলো, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে প্রতীক দেখতে হচ্ছে ভোটারদের।অভিযোগ তোলেন ভোটাররাই। ইভিএমেও নেই পর্যাপ্ত আলো। ফলে কোন প্রার্থীরই প্রতীক ঠিক করে বুঝতে পারছেন না তাঁরা। সমস্যা হচ্ছে ভোট দিতে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে সন্ধ্যা ৭টা থেকে সকাল ১০টা মিছিল-জনসভায় নিষেধাজ্ঞা জারি কমিশনের
বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বলে খবর, কিন্তু তারপরেও নেওয়া হয়নি ব্যবস্থা। ঘটনায় বিজেপির দাবি ভোটাররা যাতে প্রতীক বুঝতে না পারেন সেজন্য ইচ্ছাকৃত ভাবে এই কীর্তি করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস অবশ্য উড়িয়ে দিয়েছে এই অভিযোগ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584