শ্যামল রায়,কালনাঃ
রাজ্যেই প্রথম দফা ভোট নেওয়া শেষ হয়েছে।তবে ভোট কর্মীদের নিরাপত্তা নিয়ে এখনো জট কাটেনি।মঙ্গলবার ১২ ই জুলাই কমিটির তরফ থেকে ভোট কর্মীদের সুনিশ্চিত নিরাপত্তার দাবিতে এক স্মারকলিপি দেওয়া হলো কালনা মহকুমা নির্বাচন আধিকারিকের কাছে।
কমিটির তরফ থেকে যুগ্ম সম্পাদক রাধেশ্যাম দাস ও উমাপতি ভারতী উপস্থিত ছিলেন।
তিন দফা দাবির ভিত্তিতে মহকুমা নির্বাচন আধিকারিকের কাছে স্মারকলিপি দিলেন উক্ত কমিটির নেতারা।সংগঠন এর তরফ থেকে দাবি করা হয়েছে যে ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলতে হবে।
আরও পড়ুনঃ জেলাশাসক এর কাছে ডেপুটেশন দিল আমরা বাঙালি দল
এছাড়াও প্রতিটি ভোট কর্মীদেরকে নির্দিষ্ট জায়গা থেকে ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত সুনিশ্চিত যাতায়াতের ব্যবস্থা করতে হবে এবং বাড়ি ফেরার ব্যবস্থাও করে দিতে হবে।
মহকুমা শাসক জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী ও নিরাপত্তার বিষয়ে যথেষ্ট নজর রাখা হবে।এমতবস্থায় প্রশাসন কি ব্যবস্থা নেই সেটাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584