শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
সারা বছর আম বাঙালি যে পুজোর অপেক্ষায় বসে থাকেন।সেই মা দুর্গা আসছেন,আর মাত্র দুমাস,তারপরেই অপেক্ষার অবসান।
সেই দুর্গা মায়ের আগমন উপলক্ষ্যে বালুরঘাট শহরের রথতলা পাড়ার ঐতিহ্যপূর্ন ক্লাব সব্যসাচী ক্লাব তাদের পুজো প্যান্ডেল শুরু করার আগে পুজো খুঁটি পুজো সেরে নিল।
বালুরঘাট শহরের নিজস্ব প্রাঙ্গনে সব্যসাচী ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়।সব্যসাচী ক্লাবের পুজো এবার ৫০ বর্ষে পদার্পন করতে চলেছে।
আরও পড়ুনঃ টাকাগাছ কিশোর সংঘ ও পাঠাগারে খুঁটি পুজো
সেদিকে লক্ষ্য রেখে ক্লাবের পক্ষ থেকে তাদের এবার পুজোকে জাক জমক ভাবে পালিত করার পাশাপাশি নানান সামাজিক কর্মসূচির মাধ্যমে পালন করা হবে বলে জানিয়েছেন ক্লাবের এবারের পুজো কমিটি সম্পাদক পার্থ ভট্টাচার্য্য।
পাশাপাশি তিনি এবারের পুজো মন্ডপকে ঘিরে পরিবেশ সুরক্ষার ব্যাপারেও দর্শনার্থীদের মধ্যে সচেতনতার জন্য তুলে ধরবেন বলে জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584