তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ সিপিএমের

0
68

সুদীপ পাল,বর্ধমানঃ

wall writing erasing complaint to CPIM
মুছে দেওয়া দেওয়াল।নিজস্ব চিত্র

দেওয়াল লিখন লেখার কিছুক্ষণ পরেই খবর আসছে দেওয়াল লিখন মুছে গেছে। পশ্চিম বর্ধমানের বাঁদরা গ্রামে তৃণমূল এবং বিজেপির দেওয়াল লিখন থাকলেও সিপিএম-এর দেওয়াল লিখন নিয়মিতভাবেই মুছে যাচ্ছে। তৃণমূল কর্মীরা মুছে দিচ্ছে এই দেওয়াল লিখন এমনটাই অভিযোগ সিপিএমের।

পশ্চিম বর্ধমান জেলা সিপিএমের সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ, এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করতে তাদের দলের দেওয়াল লিখন মুছে দিচ্ছে তৃণমূল।বেশ কয়েকটি দেওয়ালে সিপিএমের প্রতীক মুছে দিয়েছে চুন দিয়ে বলে অভিযোগ।সিপিএম কর্মী সমর্থকদের বক্তব্য, এলাকায় সিপিএম ব্যাপকভাবে প্রচার করছে তাই অন্যদল ভয় পেয়ে এই কাণ্ড ঘটিয়েছে।

আরও পড়ুনঃ বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এই ঘটনার দায় স্বীকার করেননি তৃণমূল পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ভি শিবদাসন। তিনি বলেন, প্রচারে থাকার জন্যই সিপিএম এই নাটক করছে। নিজেরাই দেওয়াল লিখে নিজেরাই মুছে দিচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here