নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
নোভেল করোনা ভাইরাস নিয়ে সচেতনতায় দেওয়াল লিখন শুরু হলো রায়গঞ্জে। এলাকাবাসীকে সচেতন করতে ও লকডাউন সফল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এর আগে কালিয়াগঞ্জে দেওয়াল লিখে মানুষকে সচেতন করেছিল সিপিএম।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ দানের পর এবার দুঃস্থদের পাশে গৌতম
এবার রায়গঞ্জে গ্রামের রাস্তার ধারে দেওয়ালের গায়ে লেখা হয়েছে, “আতঙ্ক ছড়াবেন না, সতর্ক থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।” পাশাপাশি লাল রং দিয়ে লেখা “লকডাউন মেনে চলুন।” কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত কুমার দাস বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনই একমাত্র উপায়। সাধারণ মানুষকে সচেতন করতে তাই মুখে প্রচারের পাশাপাশি দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করা হয়েছে ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584